বিদেশ থেকে ফিরল ছেলের মৃতদেহ,শোকস্তব্ধ এলাকা

0
86

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

নিজস্ব চিত্র

অবশেষে বাড়ি ফিরল রাশিয়া জাহাজ দুর্ঘটনা মৃত যুবকের দেহ।রবিবার বাড়িতে আসার পর শোকের ছায়া নামল এলাকায়।অভিযোগ দুটি বিদেশী জাহাজের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ভারতীয় ছয় ইঞ্জিনিয়ারের।যাদের মধ্যে দক্ষিন সুন্দরবনের একজন বাসিন্দা।একবছর ধরে রাশিয়ার মেসট্রো জাহাজে কর্মরত ছিলেন ছাব্বিশ বছরের রাজা দেবনাথ পানিগ্রাহী।

কফিন বন্দী যুবকের মৃতদেহ। নিজস্ব চিত্র

বাড়ি কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর কালিনগর পূর্বগঙ্গাধরপুরে।বাবা কাকদ্বীপ কোর্টের দলিল লেখক দেবব্রত পানিগ্রাহী।দুই সন্তানের মধ্যে বড় রাজা।একবছর আগে মুম্বাইয়ের নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড কম্পানিতে কাজে যোগদেন।এই কম্পানির মেস্ট্রো নামক জাহাজে ছিলেন রাজা দেবনাথ পানিগ্রাহী।চলতি মাসের ২১ তারিখে রাশিয়ার কৃষ্ণসাগরে হঠাৎই ঘটে দুর্ঘটনা। রাশিয়ার মেস্টো জাহাজ  ও তানজিয়া দেশের ক্যান্ডি জাহাজের কৃষ্ণ সাগরের সীমানায় সংঘর্ষ হয়।সেই সংঘর্ষে রাশিয়া ও তানজিয়া দুটি বিদেশি জাহাজের মধ্যে রাশিয়ার মেস্ট্রো জাহাজে আগুন লাগে।রাশিয়ার জাহাজে থাকা রাজা দেবনাথ পনিগ্রাহীকে উদ্ধার করা হয় আহত অবস্থায়।চিকিৎসা চলছিল তার।পরের দিন মৃত্যু ঘটে রাজার।এর পর কম্পানির মাধ্যমে ২৩ তারিখে খবর জানতে পারে পরিবারের লোক।কিন্তু যোগাযোগ নিয়ে ওঠে একাধিক প্রশ্ন ।কম্পানির তরফে মৃতদেহ আনার কোন তরজোর চালাচ্ছেনা বলে অভিযোগ করে মৃতের পরিবার।

মৃতদেহ ঘিরে পরিজন প্রতিবেশীরা। নিজস্ব চিত্র

মৃতদেহ ময়না তদন্ত করে তুলে দেওয়া হবে পরিবারের হাতে জানিয়েছে নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড।ইতিমধ্যে কম্পানির মধ্যো দিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।রাজার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।শোকের ছায়া পানিগ্রাহী পরিবারে কিন্তু জাহাজ দুর্ঘটনায় কেন মৃতদেহ আনতে সমস্যায় পরছে পরিবার,উঠছে প্রশ্ন।গতবছর ডিসেম্বরে আরব সাগরে ঘটে যাওয়া দুর্ঘটনার রেস কাটতে না কাটতে আবারো ঘটল সুন্দরবনে ঘটলো মর্মান্তিক এই ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here