সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

পুকুর থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ডায়মন্ড হারবার থানার হরিডাঙ্গার ঘটনা।মৃত যুবকের নাম ছোটু ভৌমিক, তার বাবার নাম জহর ভৌমিক।মৃত ঐ যুবক মূক ও বধির বলে জানা যায়।বাড়ি ডায়মন্ড হারবার থানার বাহাদুরপুর গ্রামে।


এই ঘটনায় অভিযুক্ত প্রভাকর হালদারের নাম উঠে আসছে।অভিযোগ গত শনিবার হরিনডাঙ্গার কালিপূজা উপলক্ষ্যে বাড়ি থেকে বন্ধু প্রভাকরের বাড়িতে আসে ছোটু তার পর থেকে সে নিখোজ ছিল।শনিবার থেকে বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ।আজকে উদ্ধার হয় পচাগলা ক্ষত বিক্ষত মৃতদেহ।মৃতের পরিবারের অভিযোগ সেখানে মদ খাইয়ে ছোটুকে মারধর করা হয়।
আরও পড়ুনঃ বেলদায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য



পরে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ প্রমান লোপাটের জন্য হরিনডাঙ্গার একটি বড় পুকুরে ফেলে দেয়।যা প্রভাকরের বাড়ি থেকে দু’শত মিটার দুরে।
মৃতের পরিবারের অভিযোগ মারধর করে ছোটুকে মেরে ফেলেছে প্রভাকর ও তার সঙ্গীরা।আজ সন্ধ্যায় প্রতিবেশীরা পরিতক্ত পুকুরে পচাগন্ধ ও হাতের আঙুল দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠিয়েছে।যদিও অভিযোগ অস্বীকার করে প্রভাকর মন্ডল ও তার পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584