নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে মিড-ডে মিলের খাবারে পাওয়া গেল মরা ইঁদুর। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৯ জন পড়ুয়া। এই নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার উত্তরপ্রেদেশে মিড-ডে মিল সংক্রান্ত অবহেলার ঘটনা ঘটল।
মঙ্গলবার মুজাফফরনগরের একটি স্কুলে মিড-ডে মিল পরিবেশন করার সময়ে ডালে আবিষ্কার হয় মরা ইঁদুর। বিষয়টি নজরে আসতেই খাবার পরিবেশন বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণ অনেকেই সেই খাবার খেয়ে নিয়েছিল।
তাদের মধ্যে অনেকেই অরুচি জনিত কারণে অনবরত বমি করতে থাকে। পেট ব্যথাও শুরু হয় অনেকের। তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাদের। অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অধিকারের দাবিতে কোচ-রাজবংশীদের বিক্ষোভ
উত্তরপ্রদেশের মুজফফরনগরে মিড-ডে মিলের খাবার স্কুলে রান্না হয় না। খাবার পরিবেশনের দায়িত্বে থাকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
গত সেপ্টেম্বরে নুন দিয়ে রুটি খাওয়ানোর ভিডিও ক্যামেরা বন্দি হয়। তারপর কেসও করা হয় সেই সাংবাদিকের নামে যিনি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
গত সপ্তাহে উত্তরপ্রদেশেরই সোনভদ্রের একটি প্রাথমিক স্কুলে মিড-ডে মিল এ দুধে জল মেশানোর ঘটনাও নেটে ভাইরাল হয়। এই নিয়ে মিড-ডে মিল সংক্রান্ত তিনটি বিতর্কমূলক ঘটনা ঘটল উত্তরপ্রদেশেই। কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584