রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
জেলা জুড়েই উত্তেজনা ছিল সকাল থেকেই।ডোমকলে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে যে সংঘর্ষে ভোট শুরুর প্রথমেই আহত তিনজন।
গুরুতর আহত তুজাম্মেল আনসারিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।বেলা বাড়ার সাথে সাথে রানীনগরে দুষ্কৃতিকারীদের শূন্যে বোমা বিস্ফোরণের ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
লোচনপুরে তৃণমূলের কর্মী সিপিএম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলকেই আক্রমণকারী অভিহিত করে পালটা অভিযোগ আনা হয়।
ডোমকলের টিকটিকি পাড়ায় বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।রক্ত আর আর্তনাদ তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদ জেলার ভোটচিত্রকে রক্তাক্ত করে দেয়।
এর মধ্যেই ভগবানগোলার ২ নং বালিগ্রাম বুথে ভোট দিতে যান আব্দুল কালাম টিয়ারুল শেখ।টিয়ারুলের দাদা জানান যে,তিনি ভোট দিয়ে বেরিয়ে আসার সময় দেখলেন মারামারি লেগেছে।
ভাই টিয়ারুলকে ভোট দেওয়া হোক না হোক চলে আসার জন্য বলেন।
তারপরেই দেখেন হেঁসো কাটারি ছুরি নিয়ে মারপিট লেগে গেছে কংগ্রেস তৃণমূলের মধ্যে।
সেই সংঘর্ষের মাঝে পরে ছুরিকাহত হন টিয়ারুল গুরুতর আহত অবস্থায় নশিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় তারপরেই মৃত্যু হয় টিয়ারুলের।
আরও পড়ুনঃ বিরোধী ভোটারকে বুথে ঢুকতে বাধা,মারধর, অভিযোগ ইটাহারে
সংবাদিকের ক্যামেরার সামনে টিয়ারুলে সন্তানের আর্তনাদ,আমাদের কিচ্ছু দরকার নেই আব্বা থাকলেই যথেষ্ট।ষোলটি সাধারণ নির্বাচন পেরিয়ে এসে আজও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ নাগরিক অধিকার প্রয়োগের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারল না।কিচ্ছু না চাওয়া টিয়ারুলের সন্তানের কাছে কি জবাব দেবে গণতন্ত্র(?)।ভোটই তো তার আব্বা কেড়ে নিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584