পিয়ালী দাস,বীরভূমঃ
গামলা ভর্তি স্নানের জল।একটু বাদেই সদ্যোজাতকে স্নান করাবেন মা।খাটে শিশুকে রেখে হাতের কাজ সেরে ফিরতেই চিৎকার।খাটে নেই তাঁর ১১ মাসের সন্তান যমুনা। অনেক্ষণ খোঁজার পর জল ভর্তি গামলা থেকে শিশুর দেহ উদ্ধার করলেন মা।মর্মান্তিক এই ঘটনা বীরভূমের সাঁইথিয়া থানার নেতু গ্রামে।মা বাসন্তী দাস কোলের শিশুকে খাটে রেখেই কাজ সারছিলেন। খাটের ঠিক নীচেই ছিল যমুনার স্নানের জলের গামলা।খাট থেকে সরাসরি গামলায় পড়ে যায় যমুনা।ততক্ষণে শিশুর খোঁজে পাড়ার লোকজনকে ডাকতে শুরু করেন মা বাসন্তী দাস। পড়ে, গামলা থেকে সন্তানকে উদ্ধার করেন তিনি। সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে শিশুকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
কাজের সূত্রে বাইরেই থাকেন বাসন্তী দেবীর স্বামী।মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন তিনি।ঘটনার সময়ে ঘরে কেউ ছিল না।তাই ১১ মাসের যমুনা গামলায় পড়ে গেলে তাকে কেউ দেখতেই পায়নি বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। অনেকক্ষণ শিশুর কোনও সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু হয়।কারোর মাথাতেও আসেনি জল ভর্তি গামলাতেই ডুবে গিয়েছে যমুনা।
সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বাসন্তী। “একটু সাবধান থাকলে, হয়ত এতবড় সর্বনাশ হত না”, কাঁদতে কাঁদতে বললেন তিনি।ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।নজরদারির অভাবেই ১১ মাসেই না ফেরার দেশে চলে গেল ছোট্ট যমুনা বলে মনে করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584