ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভিওয়ান্ডি বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ এ।
#UPDATE: The death toll in Bhiwandi building collapse incident rises to 41.
A three-storied building had collapsed in Patel Compound area in Bhiwandi of Thane, Maharashtra on September 21st.
— ANI (@ANI) September 24, 2020
গত সোমবার ভোর পৌনে চারটে নাগাদ মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকায় তিনতলা বাড়িটি ভেঙে পড়ে। ৪০ বছরের পুরনো ওই বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। ভিওয়ান্ডি ধামানকার-নাকা এলাকায় গিলানি নামক ওই বাড়িটি দীর্ঘ দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।
ভিয়ান্ডি কর্পোরেশনের তরফে এর আগে বিপদজ্জনক বাড়িটি ফাঁকা করার জন্য বাসিন্দাদের দু’বার নোটিস দেওয়া হয়। কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে সোমবার ভোর পৌনে চারটে নাগাদ বড়সড় বিপর্যয় ঘটে যায়।কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটিতে ১৫টি পরিবার থাকতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584