দাড়িভিটে শুভেন্দুর সভা করতে না দেওয়ার চ্যালেঞ্জ মৃতের পরিবারের

0
121

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the deceased family isn't permit meeting to subandhu at davita
মঞ্জু বর্মন,মৃত তাপসের মা।নিজস্ব চিত্র
the deceased family isn't permit meeting to subandhu at davita
জাভেদ আকতার,তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

রাজ্যের পরিবহন মন্ত্রী এবং উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পূর্বঘোষিত সভা আগামী ৬ জানুয়ারি দাড়িভিট স্কুল ময়দানে।আগামী ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা হিসাবেই শুভেন্দুর এই জনসভা।সেই জনসভা করতে না দেওয়ার হুমকি দিল দাড়িভিটে মৃত ছাত্রদের পরিবার।তাদের সন্তানদের মৃত্যুর যথাযথ তদন্ত না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দলকেই তারা সভা করতে দেবেন না বলে জানিয়েছেন।দাড়িভিট কান্ডে মৃত তাপসের মা মঞ্জু বর্মন জানান যে,’সিবিআই তদন্ত করে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক সভা করা হবে না।’যে কোন মূল্যে তারা এই সভা রুখবেন বলে জানান মঞ্জু দেবী।বিজেপিকেও এই মাঠে সভা করতে দেওয়া হবে না সেটিও তিনি জানান।এই ঘোষনায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনার ইন্ধন দিচ্ছে মৃত রাজেশ তাপসের পরিবার বলেই সংশ্লিষ্ট মহলের অভিমত।গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট স্কুলে ছাত্র পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের।দুই ছাত্রের মৃত্যুর পর নিহতদের পরিবার দাড়িভিট স্কুল গেটের সামনে দেওয়ালে নিহত ছাত্রদের ছবি দেওয়া ফ্লেক্স লাগিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে লাগাতার ধর্না অবস্থান করছেন।সেই ধর্ণা অবস্থানের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ারও অভিযোগ করে আজ নিহতের পরিবার।

মন্ত্রীর সভা বানচাল করার বিষয়ে ইসলামপুরের তৃনমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন,সভা নিয়ে কে কি বলল তা নিয়ে তারা কিছু ভাবছেন না।আইন মেনে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়েই আগামী ৬ জানুয়ারি দাড়িভিট স্কুল মাঠে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা হবে। ব্রিগ্রেড জনসভার প্রচারের প্রস্তুতি সভা করা হবে দাড়িভিট গ্রামে।তৃণমূল নেতা জাভেদ আখতার নিহতের পরিবার পরিচালিত ধর্ণা মঞ্চের ফ্লেক্স পোস্টার ছেঁড়ার নিন্দা করে জানিয়েছেন এ কাজ তৃণমূল করতে পারে না।এখন দেখার যে,প্রশাসন কতটা দক্ষতার সাথে উত্থিত সমস্যার সমাধান করে সভার অনুমতি দেয়।

the deceased family isn't permit meeting to subandhu at davita
কানাইয়ালাল আগরওয়াল,বিধায়ক।নিজস্ব চিত্র

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ দুই শিক্ষক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here