নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটের একটি উল্লেখযোগ্য বিকাশে সুপ্রিম কোর্ট মঙ্গলবার মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাদনাভিস সরকারের সংখ্যাগরিষ্ঠ প্রমাণের জন্য আগামীকাল বিকেল ৫ টা ৫০ মিনিটে ফ্লোর টেস্ট করার নির্দেশ দিয়েছে।
বিচারপতি রামানা, অশোক ভূষণ এবং সঞ্জীব খান্না সমন্বয়ে গঠিত বেঞ্চকে আদেশ দেওয়া হয়েছিল– খোলা ব্যালে, ভিডিওগ্রাফেড এবং সরাসরি সম্প্রচারণের মাধ্যমে এই টেস্ট অনুষ্ঠিত হওয়া উচিত। তাত্ক্ষণিকভাবে একটি প্রো-টেম স্পিকার নিয়োগ করা দরকার, যিনি আগামীকাল সকালে নতুন বিধায়কদের কাছে শপথ গ্রহণ করবেন। এর পরে ফ্লোর টেস্টটি বিকেল ৫ টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সোমবার সুপ্রিম কোর্ট শিবসেনা, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও কংগ্রেসের দায়ের করা আবেদনের বিষয়ে আদেশ সংরক্ষণ করেছিল মহারাষ্ট্রের গভর্নর দেবেন্দ্র ফাদনাভিসকে মহারাষ্ট্রে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ২৫ বছর পরে নিজের ভিটেতে ফিরল নিখোঁজ যুবক
বিজেপি বিরোধী জোটের সঙ্গে একমত হয়ে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে শনিবার যেভাবে মহারাষ্ট্রে ফাদনাভিস মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তার বিরুদ্ধে রাজ্যপালের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।
সোমবার সলিসিটার জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, অজিত পাওয়ার সমস্ত এনসিপি বিধায়কের সমর্থনের চিঠি জমা দিয়েছিলেন রাজ্যপালের কাছে। তুষার মেহতা বলেন, “অজিত পাওয়ার ২২ নভেম্বর ৫৪ জন বিধায়কের স্বাক্ষর-সহ একটি চিঠি জমা দিয়েছিলেন।” এই চিঠির পরেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি দেবেন্দ্র ফাদনাভিসকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।
আরও পড়ুনঃ রাস্তার ধারের গাছ কাটার প্রতিবাদে সরব স্থানীয়রা
আদালতকে ওই চিঠির বয়ান তুলে ধরে জানান ওই শীর্ষ আইনজীবী যে এই চিঠিতে বলা হয়েছে, “এর আগে আমি সরকার গঠনে অপারগ এই কথা জানিয়েছিলাম। একটি স্থিতিশীল সরকারের জন্য আমরা দেবেন্দ্র ফাদনাভিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মহারাষ্ট্রের সেবা করব।”
বিজেপির হয়ে সওয়াল করা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, “রাজ্যপাল ১৭০ জন বিধায়কের সমর্থন দেখেছিলেন। এটি কোনও জাল চিঠি নয়। আর তারপরেই তিনি বিজেপিকে শপথ গ্রহণের জন্যে ডেকেছিলেন।” আর এই চিঠি নিয়ে রাজ্যপলের মনে কোনও সন্দেহের উদ্রেকও হয়নি, এমনটাও জানান রোহাতগি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584