সুদীপ পাল,বর্ধমানঃ
আউসগ্রামের যমুনাদিঘী মৎস্যবীজ খামারে নিয়োগে অনিয়ম সহ একাধিক অভিযোগে স্মারকলিপি জমা দিল বিজেপি।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠ প্রায় ৭০জনকে বিভিন্ন অস্থায়ী পদে এই খামারে নিয়োগ করা হয়েছে। স্বচ্ছভাবে কেন নিয়োগ করা হলো না সে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব।
রঘুনাথপুরের কাছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের নিয়ন্ত্রণাধীন এই খামারের সামনে মিছিল করেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। তাঁদের একটি প্রতিনিধিদল এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেন। দাবিপত্রটি সাত দফার।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে এই খামারে চারজন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। তা নিয়ে কয়েকদিন ধরে প্রকল্পের সামনে সপরিবারে অবস্থান বিক্ষোভ করেন ওই কর্মীরা। এর কিছুদিন পরেই স্থানীয় এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীর পদে নিয়োগ করা হয়। যা নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে পোষ্টারও পড়ে।
আরও পড়ুনঃ চা-পাতার নূন্যতম মূল্যের দাবিতে পর্ষদ অফিসে ডেপুটেশন
বিজেপির ৫৩ নম্বর মন্ডল কমিটির সম্পাদক কুবীর মন্ডলের অভিযোগ, খামারে বিভিন্ন সময়ে কর্মী নিয়োগ করা হয়েছে। এই নিয়ে সরকারি নির্দেশনামা প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। তাছাড়া এই প্রকল্পের একটি ঘাট দীর্ঘদিন ধরে ব্যবহার করছিলেন রঘুনাথপুরের বাউড়িপাড়ার বাসিন্দারা। সেটি বন্ধ করে দেওয়ায় অসুবিধায় পড়েছেন তাঁরা।
প্রকল্পের ইনচার্জ সুবীর কুমার দে দাবীগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584