ভোট কর্মীদের নিরাপত্তার দাবীতে এবিটিএ,১২ই জুলাই কমিটির ডেপুটেশন

0
41

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the deputation for the security of voters
নিজস্ব চিত্র

লোকসভা ভোটে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে পথে নেমে মিছিল সংগঠিত করার পাশাপাশি ডেপুটেশনে সামিল হলো শিক্ষক ও কর্মচারী সংগঠন।ভোটকর্মী শিক্ষাকর্মী,সরকারী কর্মচারীসহ সমস্ত ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা,যাতায়াতের সুব‍্যবস্থা,ডিসি,আরসিতে অযথা হয়রানি বন্ধ,অবাধ ও স্বচ্ছ ভোটের দাবীতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের নিকট ডেপুটেশন দিল এবিটিএ ও ১২ ই জুলাই কমিটি।

the deputation for the security of voters
স্মারক লিপি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বুথে নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কর্মীদের ডেপুটেশন প্রদান

মঙ্গলবার বিকেলে এবিটিএ জেলা অফিস থেকে মিছিল শুরু হয়ে বিদ‍্যাসাগর মূর্তি পাদদেশ হয়ে,ক্ষুদিরাম মোড়ে হয়ে জেলা শাসকের দপ্তরে যায়।মিছিলে সংগঠনের কর্মী সমর্থকরা যোগ দেন।ডেপুটেশনে নেতৃত্ব দেন অশোক ঘোষ, বিপদতারণ ঘোষ, মণিশঙ্কর গিরি, নারায়ন শংকর মিত্র প্রমুখ শিক্ষক ও কর্মচারী আন্দোলনের নেতৃত্ব বৃন্দ। জেলা শাসক পর্যাপ্ত নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সুবন্দোবস্তর আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here