পটাশপুরে বিজেপির ডেপুটেশন

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

the deputation of bjp
নিজস্ব চিত্র

‘পুলিশ ও প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে।বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের প্রতি অগণতান্ত্রিক আচরণ করছে।

দলীয় কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে’-এরকম বিভিন্ন অভিযোগ তুলে ১৬ দফা দাবি নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের ভারতীয় জনতা পার্টির নৈপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে সাঁঞ‍্যা বেলদা নৈপুর গ্ৰাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

the deputation of bjp
বিজেপির মিছিল।নিজস্ব চিত্র

ওই ডেপুটেশনের নেতৃত্ব দেন সভাপতি গোবর্ধন দাস-মন্ডল,পঞ্চায়েত সদস্য মদন মান্না,অনন্ত মাইতি,বলরাম মালিক,বাদল সাউ,এদিন ডেপুটেশনের আগে দলের পক্ষ থেকে একটি মিছিলও বার করা হয়।

আরও পড়ুনঃ বিভিন্ন সরকারি প্রকল্পের একাধিক ইস্যুতে ডেপুটেশন বিজেপির

বিজেপির এদিনের ডেপুটেশনের মূল দাবি ছিল সাতটি।উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে প্রশাসনে স্বজন-পোষণ বন্ধ করতে হবে,বিজেপিকে স্বাভাবিকভাবে তাদের দলীয় কর্মসূচি পালন করতে দিতে হবে, ১০০ দিনের কাজে অনিয়ম রুখতে হবে,গরীবদের শৌচাগার ও আবাস যোজনার ঘর দিতে হবে ,গ্ৰাম পঞ্চায়েত ভিত্তিক সর্বদলীয় প্রতিনিধি নিয়ে উন্নয়ন কমিটি গঠন করতে হবে, খাদ্য-সুরক্ষা কার্ড / রেশন কার্ড য়ারা এখনও পায়নি তাদের দ্রুত দেওয়ার ব‍্যবস্থা করতে হবে , সাঁঞ‍্যা থেকে গঙ্গাসাগর পযর্ন্ত পীচ রাস্তা নির্মাণ করতে হবে,পঞ্চায়েতের বিভিন্ন কাজে স্থানীয় নতুন ঠিকাদারা আবেদন করলে তাদের সমান সুযোগ দিতে হবে।এমন বিভিন্ন দাবি সম্বলিত এক ডেপুটেশনে দেয় বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here