ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চের ডেপুটেশন বিডিওকে

0
38

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

deputation of falakata | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার পুরোহিতদের মাসিক ভাতা,পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠন,স্বাস্থ্য সাথী ইত্যাদি সাতদফা দাবি নিয়ে বিডিও কে স্মারকলিপি দিল ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চ।

তাদের দাবী গুলি যথাক্রমে -সমস্ত পুরোহিতগণকে সরকারি মাসিক সাম্মানিক ভাতা প্রদান ব্যবস্থা করতে হবে,স্বাস্থ্য বীমা সহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা প্রদান করতে হবে,প্রতিটি বিদ্যালয়ে ৫ম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে,সমস্ত পুরোহিতগণের সন্তান-সন্তনীদের শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অগ্ৰাধিকার দিতে হবে,গৃহহীন পুরোহিতদের জন্য বাস গৃহ নির্মাণের ব্যবস্থা করতে হবে,প্রতি জেলায় সংস্কৃত কলেজ নির্মাণ করতে হবে,সমস্ত পুরোহিতগণকে সরকারী পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা করতে হবে।

অজিত চ্যাটার্জি, সভাপতি ফালাকাটা পুরোহিত কল্যাণ সমিতি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রতিমাসে বিলের দাবিতে বিদ্যুৎ দফতরে ডেপুটেশন যুবমোর্চার

এদিন ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চের সভাপতি অজিত চট্টোপাধ্যায় বলেন, “পুরোহিতরা সকল দিক থেকে বঞ্চিত।সকলেই দারিদ্র সীমার নিচে বসবাস করে।আমরা আশাবাদী সরকার আমাদের দাবি বিবেচনা করবেন।” বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “আমি এই দাবিগুলো আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here