স্কুলে দূর্নীতি ও রাজনীতির অভিযোগ জানিয়ে ডেপুটেশন অভিভাবকদের

0
84

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

স্কুলের দূর্নীতি,বহিরাগতদের অবাধে প্রবেশ,বহুদিন ধরে অভিভাবক মিটিং না ডাকা,শাসক দল তৃণমূলের হয়ে শিক্ষকের স্কুল পরিচালনা করা সহ বিভিন্ন দাবিতে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিল অভিভাবকেরা।

deputation of Guardian | newsfront.co
ডেপুটেশন দেওয়া হচ্ছে।নিজস্ব চিত্র

ঘটনা নারায়ণগড়ের পাকুড়সেনি গণভারতি শিক্ষানিকেতনে।যদিও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার দের।এই স্কুলের নবম শ্রেণীতে পাঠরত এক শিক্ষার্থীর অভিভাবক তাহের আলী শাহ জানান “গত সাত আট বছর ধরে স্কুলে কোন অভিভাবক মিটিং ডাকা হয়নি।স্কুলের পরিকাঠামোগত তেমন কোন উন্নতি হয়নি ।

head master | newsfront.co
উজ্জ্বল কুমার দে, প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকাল তৃণমূলের নেতৃত্বের কথা মত চলছেন।আমরা কিছু বলতে এলে তার কোনো সুরাহা হয়নি।বহুবার অভিভাবক মিটিং এর কথা বলা হয়েছে ,তাতে তিনি কর্ণপাত করেননি।

নিজস্ব চিত্র

স্কুলে একটা পাঁচিল হয়েছিল তাও লোকাল নেতৃত্ব সঙ্গে হাত মিলিয়ে করা হয়েছে।স্কুলের দূর্নীতি চলছে।বহিরাগতরা স্কুলে ঢুকছে।আমরা বাধ্য হয়ে আজকে পুনরায় লিখিত ভাবে দিলাম।”

আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত বন্ধ চা বাগান শ্রমিকদের ডেপুটেশন

 Guardian | newsfront.co
অশোক পাত্র,অভিভাবক।নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার দের দাবি -“স্কুলে ভেতর বহিরাগতদের এসে দূর্নীতি করার কোন জায়গা নেই।” স্কুলের ভেতরে রাজনীতি চলছে এটা দাবি করছে অভিভাবকেরা এ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান -“না না এখানে কোনো রাজনীতি চলছে না।এখনে অনেকেই আসেন, বিভিন্ন মন ভাবাপন্ন মানুষেরা আসেন।

আর আমিও ব্যক্তিগতভাবে না বাড়িতে না এখানে রাজনীতি করি।আর যারা এখানে আসেন তারা বাইরে কে কি করেন জানিনা,তবে এখানে কেউ ঝান্ডা নিয়ে আসেন না।এখানে যা কিছু করা হয় শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটি মিলে মিটিং করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

আমি সেই ভাবে কাজ করছি।আমার চেয়ারে পরবর্তী ক্ষেত্রে যিনি আসবেন তিনি সেই ভাবেই কাজ করবেন।” তবে শিক্ষকের কাজে খুশি নন অভিভাবকেরা তা আজকে বিক্ষোভ স্পষ্ট হয়েছে ।আজকের এই দাবিগুলি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুত্ব দিয়ে না দেখলে বৃহত্তর আন্দোলনে যেতে পারেন অভিভাবকেরা সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here