নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আন্দোলনে সংগঠিত হলো ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে।।শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে বুধবার মেদিনীপুর কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।
দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল,প্রতি অভীক্ষাবর্ষে ধারাবাহিক ভাবে অস্বাভাবিক হারে ফিস বৃদ্ধি প্রত্যাহার করতে হবে, ফিস কাঠামো পুনর্মূল্যায়ন করতে হবে।অধ্যাপক,অতিথি অধ্যাপকদের কেউ যেন টাকার বিনিময়ে নোটস বিক্রি বা টিউশন পড়তে ছাত্রছাত্রী দের বাধ্য না করেন।লাইব্রেরিতে আপটেড সিলেবাসের বই বৃদ্ধি করতে হবে।
ল্যাব বেসড সাবজেক্ট গুলিতে পুরানো ল্যাব ইন্সট্রুমেন্ট গুলি সরিয়ে নতুন ইন্সট্রুমেন্ট বাড়াতে হবে।ল্যাবে অব্যবহারযোগ্য প্র্যাক্টিক্যাল মেটিরিয়ালস দিয়ে প্র্যাক্টিক্যাল করানো চলবে না। প্রাতঃ বিভাগে অনিয়মিত ক্লাস হয়,রুটিন মাফিক ক্লাস চালু রাখতে হবে ।
স্বশাসিত প্রতিষ্ঠান হওয়ার জন্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অধ্যাপকদের নিরপেক্ষতায় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।জব ওরিয়েন্টেড সাবজেক্ট গুলিতে ক্যাম্পাসিং বাড়াতে হবে।
আরও পড়ুনঃ ফালাকাটায় ডেপুটেশন বিজেপির
মেদিনীপুর মহাবিদ্যালয় (স্বশাসিত)পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পায় ,সেক্ষেত্রে কোন বিভাগে ৩০% এর বেশি ছাত্রছাত্রী অকৃতকার্য হলে বা সাপ্লি পেলে, সেটাকে পড়াশুনা না করার ফল না ভেবে উপযুক্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ একই সঙ্গে এতো ছাত্রছাত্রী কি করে অকৃতকার্য হয় বা সাপ্লি পায় কারণ খুঁজতে হবে।
অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা দাবি গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
ডেপুটেশনের আগে কলেজ গেটে অবস্থান-বিক্ষোভ হয়। ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি তে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, জেলা কমিটির সদস্য অভিষেক চ্যাটার্জি, সুকুমার মাজী,শুভঙ্কর ব্যানার্জি,সুনিত কুলভী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584