শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বুধবার স্থানীয় ভাবে এক চিটফান্ডের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে স্থানীয় গ্রাহকরা ডেপুটেশন দিলেন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ যে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বোল দে ডাঙ্গা এলাকাসহ বিভিন্ন গ্রামে একটি সংস্থা খুলে গ্রাহকদের আমানত সংগ্রহ করে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও আজও ম্যাচিউরিটি শেষে টাকা ফেরত দিচ্ছে না ওই সংস্থা।তাই টাকা ফেরত এর দাবিতে গ্রাহকরা ডেপুটেশন দিলেন বিডিওর কাছে।গ্রাহকরা আরো জানিয়েছেন যে নাদনঘাট থানাতেও তারা অভিযোগ দায়ের করবেন ওই সংস্থার কর্ণধার দের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ দিঘাতে ‘কাটমানি’ ইস্যুতে ফের ডেপুটেশন বিজেপি যুব মোর্চার
চরণ বেসরা ,ময়না বেসরা, অমপুরিয়া হাসদা প্রমূখ দাবি করেছেন যে তাদের কাছ থেকে ওই সংস্থার কর্তারা মাসিক এবং বাৎসরিক আমানত সংগ্রহ করে বছর শেষে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মাসের পর মাস বছরের পর বছর টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ।
অভিযোগ উঠেছে স্থানীয় গণেশ বেসরা ও জহর রায়ের বিরুদ্ধে। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন ওই দুই অভিযুক্ত।অভিযুক্তদের বক্তব্য যে তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিলেও যথাসময়ে সংস্থার হাতে টাকা দিয়ে দিয়েছেন তাই সংস্থাই পারে টাকা ফেরত দিতে।
স্থানীয় আমানতকারীদের অভিযোগ যে ওই সংস্থা প্রায় তাদের থেকে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। দ্রুত টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন আমানতকারীরা। ব্লক অফিস সূত্রে খবর যে স্মারকলিপি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584