গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের দাবিতে প্রধানের কাছে ডেপুটেশন

0
31

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

deputation to the panchayat head | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রাম পঞ্চায়েতে চলছে চরম অব্যবস্থা।থমকে আছে সরকারি নানান উন্নয়নের কাজ।পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় সংস্কার হয়নি জল নিকাশি নালার,এসব একাধিক দাবি নিয়ে প্রধানের কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল বিজেপি সমর্থিত দুই পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীদের।

 panchayat head | newsfront.co
যুথিকা পাল, প্রধান।নিজস্ব চিত্র

প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের পর জেনারেল মিটিং এ আলোচনার পরেও নানা অজুহাতে থমকে বেলদার উন্নয়ন।

এই নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা ৮/২ অঞ্চলে বিক্ষোভ দেখাতে থাকে।পরে অঞ্চল প্রধানের কাছে দশ দফা দাবির এক স্মারকলিপি জমা দেয়।যদিও এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে প্রধান যুথিকা পাল প্রধান।

আরও পড়ুনঃ দাঁতন মহিলা আইসিডিএস সংগঠনের উদ্যোগে বিডিওকে ডেপুটেশন

পঞ্চায়েত সদস্য,বিজেপি কর্মী।নিজস্ব চিত্র
অলোক রায়,উপপ্রধান।নিজস্ব চিত্র

এদিকে উপ-প্রধান অলোক রায় মন্তব্য করেছেন-“৩৪ বছরের বাম শাসনে তৃণমূল সরকার ও ভালো কিছুর জন্য দাবি করেছে।এখন তৃণমূলের শাসন সেখানে বিরোধীরা তার থেকে ভালো কিছু দাবি করতেই পারে।কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারী প্রকল্পে আর্থিক সহায়তা করছে না তাই উন্নয়ন থমকে আছে।”

দশ দফা দাবির বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর।বেলদার সার্বিক উন্নয়নে প্রধান হস্তক্ষেপ করবে বলে মত প্রকাশ করেছে।দাবিনা মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here