চিলগোড়ার ফাঁকা মাঠে উন্নয়নের খতিয়ান সুব্রত বক্সীর

0
156

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the development of subrata bakshi
তৃণমূলের জনসভায় ফাঁকা মাঠ । নিজস্ব চিত্র

চিলগোড়ার এক চিলতে মাঠ তাও মাঠ ভরাতে পারলো না তৃনমূল।অনেক ডাকাডাকি করে অবশেষে ফাঁকা মাঠেই উন্নয়নের গল্প শুনালেন মঞ্চের সামনে উপস্থিত গুটি কয়েক শ্রোতার কাছে তৃনমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

the development of subrata bakshi
বক্তব্য দিচ্ছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী । নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলেই জোর কদমে প্রচার চালাচ্ছে। শাসক থেকে বিরোধী কেউ বাদ যাচ্ছে না। কাঠফাটা রোদকে উপেক্ষা করেই নিজেদের জনসমর্থন কে জাহির করতে জনসভা,প্রচার চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ বিজেপিকে সরাতে সুব্রতর নিদান

the development of subrata bakshi
সভামঞ্চ । নিজস্ব চিত্র

যদিও আজকে তৃণমুলের রাজ্য সভাপতির জনসভা সফল করার জন্য কড়া রোদকে এড়িয়ে বিকেল বেলায় জনসভা করার সিদ্ধান্ত নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।তাতেও ভরলো না মাঠ। সুব্রত বাবুর মান রাখলেন স্ব সহায়িকা দলের মহিলারা আর ব্যান্ড পার্টি।যে ব্যান্ড পার্টির লোকেদের ভাড়া করে আনা হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের।ঘন্টা খানেক অপেক্ষা করার পর ফাঁকা মাঠেই উন্নয়নের বুলি আওড়ে মঞ্চ ছাড়েন দলের সর্বভারতীয় সভাপতি।

the development of subrata bakshi
অজিত মাইতি। নিজস্ব চিত্র

মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া অঞ্চলের চিলগোড়াতে আজ বিকেল চার টার সময় দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভার আয়োজন করে তৃণমূল।সেই মতো রাজ্য সভাপতি উপস্থিত হলেও দেখা মেলেনি কর্মী সমর্থকদের।বাধ্য হয়েই সুব্রত বাবু মঞ্চের পাশেই এক কর্মীর বাড়িতে ঘন্টা খানেক অপেক্ষা করেন কয়েকজন দলীয় কর্মীদের নিয়ে।

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তখন এলাকার বিভিন্ন স্থানে ফোনে কর্মীদের ডাকতে থাকেন জনসভায় উপস্থিত হওয়ার জন্য কিন্তু তাদের ডাকে সেভাবে মেলেনি সাড়া।সভায় উপস্থিত শ্রোতা বলতে স্ব সহায়িকা দলের মহিলারা আর ব্যান্ড পার্টির কিছু লোক। অবশেষে ফাঁকা মাঠেই সন্ধ্যা ছয়টা নাগাদ সুব্রত বাবু বক্তব্য রাখেন মমতা ব্যানার্জীর উন্নয়নের কাহিনী।

স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ বিরোধীদের বক্তব্য এলাকায় তৃণমূলের কোনো জনসমর্থন নেই। তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে।তাই সকাল থেকে প্রচার করেও সামান্য একটা ছোটো মাঠ ভরাতে পারেনি।বিকেল চার টাতে সভা শুরু করার কথা থাকলেও সভা শুরু হয় সন্ধ্যা ছয় টা তে।উল্লেখ করা যায় চাঁদড়া অঞ্চলটি গত ভোটে তৃণমূল কে হারিয়ে বিজেপি পঞ্চায়েত দখল করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here