নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দিলীপ ঘোষ।সকাল সকাল ঘুম থেকে উঠে খোশ মেজাজে নিজের এলাকায় চায়ের আড্ডায় বসলেন।সেই চায়ের আড্ডা থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,সেই চায়ের দোকান সেই বেঞ্চ এবং সেই লোকই আছে,শুধু ফ্রেমটা পাল্টেছে মালটা ওটাই রয়েছে,ছবি অর্থাৎ জয়ের পরে যে নিজে পাল্টায়নি এমন প্রমাণ দিতেই চায়ের দোকানেদিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, খড়্গপুরের মানুষ আমায় চেনে আর আমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যে চা খাই।
উল্লেখ্য,গতকাল হারের পর মানস ভুঁইয়া বলেন সিপিএমের পুরো ভোটটাই বিজেপিতে পড়ছে সেই কারণেই বিজেপি জয়লাভ করেছে এবং সেই বক্তব্যের পাল্টা হিসেবে দিলীপ ঘোষ বলেন রাম বাম বলে কিছুই নেই,মানুষ চেয়েছে বাংলার পরিবর্তন,তারই দৃষ্টান্ত লক্ষ্য করা গেল লোকসভা ভোটের গণনাতে,অন্যদিকে খড়্গপুর পুরসভার বিভিন্ন তৃণমূল পরিচালিত ওয়ার্ডে একচেটিয়া ভোট পেয়েছে বিজেপি,সেই প্রশ্ন উত্তরে দিলীপ ঘোষ বলেন সারা ভারতবর্ষেই কেড়েছে ও বাংলাও হেরেছে তৃণমূল।
আরও পড়ুনঃ মানসকে পিছিয়ে ফের এগিয়ে দিলীপ
অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় যাঁকে এক সময় দিলীপ ঘোষ মজা করে বলতেন “দ্য গ্র্যান্ড ফাদার অফ পলিটিকস”
তিনিও তো দুবার হেরেছেন এমনই কটাক্ষ করেন দিলীপ ঘোষ,অন্য দিকে জোটের নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন মানুষ একটা সার্কাস দেখেছে সেই সার্কাসে দেশের নানা রিজেক্টেড নেতারাই ছিলেন যাদেরকে মানুষ রিজেক্ট করে দিয়েছেন,অন্য দিকে তিনি বলেন বিজয় মিছিলে অমিত শাহের উপস্থিত থাকতে পারেন বাংলায়,এমনই ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584