মনিরুল হক,কোচবিহারঃ
শেষ মুহূর্তে নির্বাচনের একদিন আগে সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে।শুধু তাই নয়,তাঁকে নির্বাচনের আর কোন কাজে লাগানো যাবে না বলে নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার করা হয়েছে আমিত কুমার সিংকে। তাঁকে আজ বিকেল ৫ টার মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে।তিনি এসএসআইবিতে সুপারিটেন্ডেন্ট পদে ছিলেন।
লোকসভা নির্বাচনের আগে থেকেই কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি সহ রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দল।কোচবিহার রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে জতিলতা তৈরি হলে বিজেপি নেতা মুকুল রায় পুলিশ সুপার নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুনঃ নির্বাচনের মুখে বীরভূমের পুলিশ সুপারের বদলি
রাসমেলার মাঠের সভায় প্রধান মন্ত্রীর সামনে বক্তব্য রাখতে পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় মুকুল রায়কে।আর তারপরেই এদিন নির্বাচন কমিশন থেকে ওই নির্দেশিকা কোচবিহারের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584