ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
আদর্শ নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ কে ক্লিনচিট দেওয়া নিয়ে দ্বিমত নির্বাচন কমিশনের অভ্যন্তরেই।নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর বিরুদ্ধে অভিযোগ গুলোকে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের জন্য ক্লিনচিট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অশোক লাভাসা, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
কিন্তু সূত্রের খবর, নির্বাচন বিধি ভঙ্গের কারণে মোদী ও অমিত শাহ এর বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চারটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আর একটি ক্ষেত্রে বিজেপি সভাপতিকে ক্লিনচিট দেওয়া হয়েছে।
কিন্তু অভিযোগের বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। লাভাসা মোদীর যেসব বক্তব্যের ক্ষেত্রে বিরুদ্ধ মত প্রকাশ করেছেন, সেগুলি হল ১ লা এপ্রিল ওয়ার্ধা ও ৬ এপ্রিল নান্দেদ-এ সংখ্যালঘু-সংখ্যাগুরু বক্তৃতা, ৯ এপ্রিল লাতুর ও চিত্রদুর্গে বালাকোটে বিমান হানা নিয়ে প্রথমবারের ভোটারদের কাছে ভোটের জন্য আবেদন। এছাড়া ৯ এপ্রিল নাগপুরের সভা থেকে অমিত শাহ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওয়ানাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন বলে যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মত প্রকাশ করেন লাভাসা।
তবে এ বিষয়ে লাভাসা থেকে প্রশ্ন করা হলে তিনি কোনরকম উত্তর দেননি বলে জানা গেছে।এসবের মধ্যে আবার গত ২১ এপ্রিল গুজরাতের পাটানে প্রধান মন্ত্রী মোদী বলেছিলেন, অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।এই নিয়ে তাঁর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদীকে ক্লিনচিট দিয়েছে নির্বাচন কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584