মূক বধির নির্বাচকদের ভোটদানে উৎসাহিত করতে ‘তথ্যচিত্র’

0
53

সুদীপ পাল,বর্ধমানঃ

the Documentary too excited to voters
তথ্যচিত্রের প্রদর্শন।নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট দানে আগ্রহী করে বুথ পর্যন্ত টেনে আনতে অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। ভোটারদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং ভোটদানের খুঁটিনাটি জানাতে বর্ধমান জেলা পরিষদের সচিব বাসব দত্ত গুপ্তার তত্ত্বাবধানে মূক ও বধির ভোটারদের জন্য তৈরী করা হল স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র।

শহরের সংস্কৃতি মেট্রো প্রেক্ষাগৃহে ‘সাইন এন্ড জেসচার’ এবং ‘জার্নি অফ ইএলসি’ নামে সিনেমা দুটি প্রথমবার দেখানো হলো। কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক সি জে প্যাটেল,জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)অরিন্দম নিয়োগী প্রমুখরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ভোটদান জন বরালার

ব্লক এবং মহুকুমা স্তরেও এই সিনেমা দেখানো হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। পর্যবেক্ষক সি জে প্যাটেল জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন,দেশের মানুষদের ভোটদানে আগ্রহী করতে নির্বাচন কমিশন নানা উদ্যোগ করেছে।তার সাথে জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।এই তথ্যচিত্র ভোটারদের মধ্যে ভাল প্রভাব ফেলবে বলে মনে করছেন অনুরাগ শ্রীবাস্তব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here