সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রতিভাবান খেলোয়ার থাকলেও পরিকাঠামোর অভাবে হারিয়ে যেতে বসেছে সুন্দরবনের ফুটবল খেলার প্রতিভা।সুন্দরবনের গুটি কয়েক ফুটবল প্রেমীদের উদ্দিপনায় গড়ে উঠেছে নামখানা ফুটবল অ্যাকাডেমি।পরিকাঠামোর অভাব নিয়ে নামখানা থানার পুলিশদের সহযোগে দুঃস্থ প্রতিভাবানদের ফুটবল প্রশিক্ষন গড়ে তুলেছেন নামখানা থানা ফুটবল অ্যাকাডেমিটি।
বর্তমানে প্রশিক্ষণরত রয়েছে শতাধিক ফুটবলার।দক্ষিন সুন্দরবনের নামখানা পাথরপ্রতিমা,গঙ্গাসাগর,বকখালি,কাকদ্বীপ থেকে আসা ফুটবলাররা প্রশিক্ষন নেন কোচ ইন্দ্রজিৎ দলুয়ের কাছ থেকে।বিনি পয়সায় প্রশিক্ষন দেন তিনি।সুন্দরবন কাপ থেকে জেলার বিভিন্ন টুর্নামেন্টে ভালো ফল করেছেন এই অ্যাকাডেমি থেকে।
আরও পড়ুনঃ মহিলা ফুটবলার হিসেবেই প্রতিষ্ঠা পেতে চায় রেজিনা
এই অ্যাকাডেমি থেকে প্রশিক্ষন নিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশান ( আই এফ এ) সুযোগ পেয়েছেন চব্বিশ বছরের শক্তিপদ জানা।
নেই ফুটবলারদের খেলার পোশাক আশাক।নেই কোন খেলার সরঞ্জাম। যেটুকু রয়েছে চেয়েচিন্তে ছেড়া কুটি পরে চলে প্রশিক্ষকের প্রশিক্ষন শিবির।
সপ্তাহে দুদিন ধরে চলে অ্যাকাডেমির প্রশিক্ষন।টুর্নামেন্ট থেকে যে টুকু আয় হয় মাঠ কিংবা দুঃস্থ ফুটবলারদের সরঞ্জাম কিনতে শেষ হয়ে যায়।তবু প্রতিভাবান গড়তে এগিয়ে এসেছেন নামখানা থানার ভার প্রাপ্ত আধিকারির সিবেন্দু ঘোষ থেকে ফুটবল কোচ ইন্দ্রজিৎ দলুই।দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা দেন সমাজসেবি বিদুৎ কুমার দ্বিন্দা। নামখানার প্রত্যন্ত গ্রাম পাতিবুনিয়া।
অভাব অনটন নিয়ে বড় হয়েছে শক্তিপদ জানা। ছোট থেকে স্বপ্ন ফুটবল খেলা। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে।সুন্দরবন ফুটবল কাপ খেলে সিভিক ভলেন্টিয়ার কাজ পাওয়া।অর্থাভাব থেকে মুক্তি জানা পরিবারের।চলতি মাসে সুন্দরবন জেলা পুলিশ থেকে ম্যাসেজ পাওয়ার পর আই এফ এ গিয়ে সুযোগ পাওয়া তার পড় স্বপ্ন পূরণ।জীবনে অনেক বাধা বিপত্তি কাজে লাগিয়ে সুন্দরবন বাসির নাম উজ্বল করছে পতাবুনিয়ার শক্তিপদ।নামখানা সুধু নয় সুদুর দক্ষিন সুন্দরবন স্বপ্ন দেখছে তাকে নিয়ে ।
(আইএফ এ ) ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশানে সুযোগ পাওয়া এই প্রতিভা যে সুন্দরবনের অন্য ফুটবল প্রেমিদের সঙ্গে প্রতিভাবানদের ভিত তৈরী করল তা বলা যায়।শক্তিপদর এমন কৃতিত্বে খুশি মা ছবি জানা। পরিকাঠামো নেই ঠিকই, তবু নদীর চর হোক কিংবা নোনামাঠির পথের ধারে ফুটবল খেলা চলবে বলে দাবি এলাকাবাসির । সহৃদয় ব্যাক্তিদের সহযোগে অ্যাকাডির যদি প্রান ফিরে পায় তাহলে প্রতিভাবানদের প্রতিভা বিকাশ ঘটবে দক্ষিন সুন্দরবনের কোনায় কোনায়।সেই আসাতেই বুক বাঁধছেন অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584