রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল ৪৯১ নম্বর পেয়ে মেধাতালিকায় পঞ্চম ও মুর্শিদাবাদ জেলায় যুগ্ম প্রথম স্থান অধিকার করল মুর্শিদাবাদ জেলার বহরমপুর জে এন একাডেমির ছাত্র প্রত্যয় দে।
দিনে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতো সে।এই ফলাফলের কৃতিত্ব প্রত্যয় তার বাবা ও মা সেই সঙ্গে ছয়জন গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকদের সাথে ভাগ করে নিয়েছে।
প্রত্যয়ের বাবা প্রতাপ দে পেশায় মধুপুর রাজা শশাঙ্ক বিদ্যােপীঠের শিক্ষক।তিনি অন্যান্য বিষয়গুলির পাশাপাশি মূলত ছেলেকে ফিজিক্স বিষয়টি পড়াতেন। মা সুখলতা দে গৃহবধু তিনি ছেলেকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতেন।তবে তিনি জানান ছেলে নিজেই পড়াশোনায় খুব মনোযোগী।
আরও পড়ুনঃ মোবাইল গেম,ক্রিকেট অবসর বিনোদন,চিকিৎসক হওয়া স্বপ্ন তীর্থরাজের
পড়াশোনার বাইরে কিছুটা গল্পের বই পড়া ও ক্রিকেট খেলা ও মোবাইল গেম ছিল প্রিয়।তার ইচ্ছা বড় হয়ে গবেষক হওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584