সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মেশিন ভ্যান উল্টে গিয়ে গরম জলে পুড়ে জখম হলো মেশিন ভ্যান চালক।আহত ভ্যান চালকের নাম মদন পাত্র (৩৭)।তার বাড়ি পাথরপ্রতিমা থানার ধ্রুব বাজার বাড়ি এলাকায়,কর্মসূত্রে নিজের মেশিন ভ্যানে করে ধান নিয়ে রায়দিঘিতে গিয়েছিল।আত্মীয়ের বাড়িতে মানসিক পূজা থাকায় তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছিল,হঠাৎ বেলা দুটো কুড়ি নাগাদ দক্ষিণ রায়পুর সরলদাহ মোড়ে একটি বাচ্চা ছেলে কে পাশ করতে গিয়ে সজোরে ব্রেক করে মেশিনম্যান টি উল্টে পড়ে ভ্যান চালক মদন পাত্রের গায়ের উপর।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা,গুরুতর আহত চালক
মেশিনভ্যেনের ইঞ্জিনে থাকা গরম জল গায়ে পড়ে।তার ফলে সারা শরীর পুড়তে থাকে।মদন পাত্রের চিৎকারের স্থানীয় মানুষজন দৌড়ে এসে ঠান্ডা জল নিয়ে গায়ে ঢেলে কোন রকমে রক্ষা করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।গদামথুরা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু অভিক হাতি প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584