নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও নুলিয়াদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক পর্যটক।
ভরা পূর্ণিমার সময় উত্তাল সমুদ্র। অন্যদিকে পর্যটক ক্রমেই বাড়ছে দীঘা সমুদ্র সৈকতে। প্রশাসনের সতর্ক থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে বিপদসীমা পেরিয়ে সমুদ্র গর্ভে নামছেন পর্যটকরা, অন্যদিকে বিপদ এড়াতে প্রশাসনের তরফ থেকে নুনিয়া দের মোতায়েন করা হয়েছে, তারই ফলে প্রাণ ফিরে পেল এক পর্যটক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে দীঘা বেড়াতে এসেছেন কলকাতা টালিগঞ্জ থেকে সাত বন্ধু। নিউ দিঘা এক বেসরকারি হোটেলে উঠেছেন।
আরও পড়ুনঃ ট্রেন থেকে পড়ে যুবকের প্রাণ বাঁচালো বন্ধুরা
শনিবার দুপুরের দীঘা দক্ষিণা ঘাটে মদ্যপ অবস্থায় সমুদ্রে জলকেলিতে নামেন ওই বন্ধুরা। নুলিয়ারা দেখতে পায় জলের তলিয়ে যাচ্ছে এক ব্যক্তি। দেখা মাত্রই নুলিয়ারা দ্রুত জলে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করে।
উদ্ধার হওয়া পর্যটকের নাম রঞ্জিত গুপ্তা (৩৫) বাড়ি কলকাতার টালিগঞ্জ।
নুলিয়ার বার বার সাবধান করা সত্ত্বেও বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমে বিপত্তি ঘটছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584