নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাইস্কুলের সামনে থেকে বৃহস্পতিবার সকালে লেসার হুইসলিং টিল বা স্বরাল প্রজাতির একটি হাঁস ও সাতটি হাঁসের ছানা উদ্ধার করে বনদফতর।

স্থানীয় মানুষেরা বালি হাঁস ভেবে বন দফতরে খবর দেয়। পরে কামাখ্যাগুড়ি বনদফতরের কর্মীরা এসে হাঁস ও ছানাগুলোকে উদ্ধার করে নিয়ে যায়।
কামাখ্যাগুড়ি ফরেস্ট বিটের অফিসার রঞ্জিত সাহা বলেন,” এই হাঁসগুলোকে নারারথলি জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।
হাঁসটি জলাশয়ে ছাড়লেও ছানাগুলোকে জলে ছাড়া যাবে না। সেই কারনে জলাশয়ের পাশে কচুরি পানাতে ছানাগুলোকে রাখতে হবে। স্থানীয়রা খুব ভালো উদ্যোগ নিয়ে এগুলো উদ্ধারের ব্যাবস্থা করেছেন। সেই কারনে স্থানীয়দের ধন্যবাদ জানাচ্ছি।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584