নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দেশ জুড়ে সিএএ-এনআরসি-র প্রতিবাদে রাজধানী দিল্লি গোড়া থেকেই রণক্ষেত্র হিসাবে তৈরি হয়েছিল। তার মাঝে ভূমিকম্পে যেন নতুন চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। কেঁপে উঠল দিল্লি-এনসিআর।
#WATCH An earthquake with a magnitude of 6.3 on the Richter scale hit Hindu Kush region in Afghanistan. Earthquake tremors also felt in Pakistan's Islamabad and Lahore. pic.twitter.com/npNxkVHYiT
— ANI (@ANI) December 20, 2019
জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.১। বিকেল ৫টা ৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে সূত্রের খবর। কম্পন আতঙ্কে দিল্লিতে ঘর ছেড়ে মানুষ রাস্তায় বের হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বরে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩। কম্পনের প্রভাব পড়েছিল দিল্লিতে। সন্ধে ৭টা নাগাদ কম্পন অনুভূত হয়েছিল। সেবার ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584