ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
হাথরাস হত্যাকাণ্ড নিয়ে যোগী সরকারকে একহাত নিল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া।
এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয় যে হাথরাসে মহিলা মৃত্যু ও তার পরিবারের অনুপস্থিতিতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় যেভাবে যোগী সরকারের নেতৃত্বাধীন আইন রক্ষাকারী এজেন্সিগুলো মিডিয়া কভারেজে বাধা দিয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়।
The Editors Guild of India has issued a statement pic.twitter.com/mDegUOXEQ2
— Editors Guild of India (@IndEditorsGuild) October 4, 2020
এছাড়াও হাথরাস ধর্ষণকাণ্ডের কভারেজের কাজে নিযুক্ত সাংবাদিকদের মোবাইল ফোন ট্যাপ করার ঘটনাকেউ তীব্র নিন্দা করেছে এডিটরস গিল্ড।
উত্তরপ্রদেশের হাথরাস জেলায় বছর ১৯-এর দলিত তরুণীর উপর উচ্চবর্ণের চার যুবকের ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ক্রমশই অশান্ত হয় পরিস্থিতি। নির্যাতিতার মৃত্যুর পর সেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। উত্তাল হয় সারা দেশ। ঘটনায় সাসপেন্ড করা হয় হাথরাসের পুলিশ সুপার বিক্রান্ত বীর, সার্কেল অফিসার রাম শবদ, ইন্সপেক্টর দীনেশ মিনা, সাব ইন্সপেক্টর জগবীর সিং ও হেড কনস্টেবলকে। শেষ পর্যন্ত চাপে পড়ে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584