রাঙাবেলিয়া নদীর জলে ডুবে মৃত্যু ভোট কর্মীর

0
135

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the election candidate died Drowning in the water
মৃত। নিজস্ব চিত্র

শেষ দফা ভোটের কাজ শেষ করে ফেরার পথে মৃত্যু হল এক ভোট কর্মীর।ঘটনাটি ঘটেছে , দঃ ২৪ পরগনায় গোসাবা রাঙাবেলিয়া নদীতে। ঘটনা সূত্রে,সপ্তম দফা তথা শেষ দফা ভোটে সুন্দরবন কুমিরমারী পুইনজলী হাই স্কুলে ১০৮ নং বুথে কর্মরত ছিলেন বেহালা তারাতলার বাসিন্দা ভোলানাথ হাজরা(৫৫)।তিনি ভোট কর্মী হিসাবে ওই বুথে কর্মরত ছিলেন।

the election candidate died Drowning in the water
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলে ডুবে মৃত্যু মাতৃহারা শিশুর

ভোট শেষে রাত্রে লঞ্চে করে ফেরার পথে,লঞ্চ থেকে নদীর জলে পড়ে যান তিনি।এরপর বহু খোঁজা খোঁজির পর নদী থেকে ভোলানাথকে উদ্ধার করে তাঁর সহ কর্মীরা।তারপর দেহটি গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।দেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় গোসাবা থানার পুলিশ।পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here