রাত পোহালেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে উপনির্বাচন

0
101

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the election in two booth
নিজস্ব চিত্র

নির্বাচনের আগে দল পরিবর্তন খুব সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।রাজ্য রাজনীতিতে হামেশাই ঘটছে এই ঘটনা।কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন।তারপর বিধায়ক পদ ত্যাগ করে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করেন।

the election in two booth
তহলরত কেন্দ্রীয় বাহিনী।নিজস্ব চিত্র
the election in two booth
নিজস্ব চিত্র

একইভাবে নওদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন আবু তাহের খান।তৃণমূলে যোগদান করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন আবু তাহের খান।
ফলে ওই দুই বিধানসভা কেন্দ্র অপূরণ হয়ে যাওয়ায় ২০ মে উপনির্বাচন হচ্ছে ৬৮ কান্দী ও ৭৪ নওদা নির্বাচন ক্ষেত্রে।

আরও পড়ুনঃ দার্জিলিং উপনির্বাচনে ভোট দিলেন নীরজ জিম্বা

the election in two booth
ভোটের প্রস্তুতি । নিজস্ব চিত্র

৬৮ কান্দী বিধানসভা আসনে কংগ্রেসের পক্ষ থেকে সফিউল আলম খান( বনু খান),তৃণমূলের পক্ষ থেকে গৌতম রায়,সিপিএম-র পক্ষ থেকে দেবজ্যোতি রায় এবং বিজেপি-র পক্ষ থেকে সনৎ মন্ডল।অন্যদিকে ৭৪ নওদা বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাইনা মমতাজ বেগম,কংগ্রেসের পক্ষ থেকে সুনীল মণ্ডল,বিজেপির পক্ষ থেকে অনুপম মন্ডল।

কান্দি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মোট পুরুষ ভোটার সংখ্যা ১১৪৭২৮ এবং মহিলা ১০৯৬৩১জন, অন্যান্য ১২ জন।সর্বমোট ভোটার ২২৫৫০০।এই নির্বাচন ক্ষেত্রে মোট ভোট দান কেন্দ্র রয়েছে ২৫০ টি।এই নির্বাচন ক্ষেত্রের জন্য মোট ভোট কর্মী ১২০০ জন।

নওদা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মোট পুরুষ ভোটার সংখ্যা ১২৯৫৪,মহিলা ভোটার সংখ্যা ১১৩২৫৪ জন,অন্যান্য ৩ জন।এই কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ২৩৪৭২৫ জন।মোট ভোট দান কেন্দ্র ২৬৭ টি।এই নির্বাচন ক্ষেত্রের জন্য মোট ভোটকর্মী রয়েছেন ১২৮২ জন।মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে দুই কেন্দ্রে।বিক্ষিপ্ত অশান্তি রুখতে তৎপর প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here