নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ
নদীয়া জেলার কল্যাণী সেন্ট্রাল পার্কের নিকট মমতাবালা ঠাকুর-এর সমর্থনে নির্বাচনী সনসভায় বক্তব্য রাখেন নায়িকা তথা বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহান ও রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু।এছাড়াও এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন সুজিত বোস,কল্যাণী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় প্রমুখ।
এদিন তৃণমূলের নেতারা বলেন গণতন্ত্র ও সংবিধান বিভেদকামী শক্তির হাতে ধ্বংস হচ্ছে।গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে দেশের সাধারণ নাগরিকদের আরও সচেতন হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।প্রথম থেকেই এদিন কেন্দ্র সরকারকে নিশানা করেন জোড়া ফুল শিবির।
বাংলায় বিগত পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ সিটে মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস।এবার লোকসভা নির্বাচনে ৪১ শতাংশ সিটে মহিলা প্রার্থী দিয়েছেন তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৪২টি আসনের মধ্যে ১৭ জন মহিলাকে টিকিট দিয়েছেন।
মহিলা প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন তা আন্তর্জাতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে দাবি করেন তৃণমূল।
আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে মালদহ লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন মৌসম বেনজির নূর, বসিরহাটে নুসরাত জাহান,যাদবপুরে মিমি চক্রবর্তী, আসানসোলে মুনমুন সেন,উলুবেড়িয়াতে সাজদা আহমেদ,কৃষ্ণনগরে মহুয়া মৈত্র,পূর্ব বর্ধমানে মোমতাজ সংঘমিত্রা,আরামবাগে অপরূপা পোদ্দার, বনগাঁয় মমতা বালা ঠাকুর,বালুরঘাটে অর্পিতা ঘোষ,রানাঘাটে রূপালী বিশ্বাস, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার,বীরভূমে শতাব্দী রায়,দক্ষিণ কলকাতায় মালা রায়, হুগলীতে রত্না দে নাগ সহ অন্যদের জয় সম্পর্কে আশাবাদী রাজ্যের শাসক দল।
আরও পড়ুনঃ জামালপুরে বিজেপির নির্বাচনী জনসভা
কবি কাজী নজরুল ইসলাম সবসময়ই সমাজ প্রগতির লক্ষ্যে নারীর অবরোধ প্রথার বিলোপ এবং তাঁদের শিক্ষার আলোকে আলোকিত করার জন্য গুরুত্ব দিয়ে তাঁর লেখনিতে তুলে ধরেছেন। কবি কাজী নজরুল ইসলাম সমকালে নারী সমাজের মুক্তির লক্ষ্যে যারা একনিষ্ঠভাবে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তাঁদের মধ্যে অগ্রণী ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন।
একবিংশ শতাব্দীর এই দিনে নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে হবে।
আর্দশ ভারত গড়তে বিজেপিকে হটিয়ে ৪২টি আসনেই তৃণমূল জিততে পারবে কি না তা সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ ইতিহাস তৈরি করতে উদ্যোগী জোড়া ফুল শিবির।
রাজনৈতিক প্রচারে কিছুটা এগিয়ে শাসক দল তবে সে ব্যাপারে সুনিশ্চিত হয়ে বসে থাকছেন না কেউ।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচার মিছিল সভামঞ্চ করতে দেখা যাচ্ছে।গণতান্ত্রিক জয় সুনিশ্চিত করতে মানুষের দুয়ারে নেতা মন্ত্রীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584