নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুপুরে কর্মীদের পরখ করে নিচ্ছিলেন বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের মানসিকতা তাঁদের রয়েছে কিনা।মেদিনীপুরের বিদ্যাসাগর হলের ভেতরে আওয়াজ উঠেছিল মোদীকে ক্ষমতাচ্যুত করতে নেত্রী যে লড়াই চালিয়ে যাচ্ছেন এতে তাঁরা সর্বতোভাবে দলের সঙ্গে রয়েছেন।সেই আওয়াজ বিকেলে হল ছেড়ে মেদিনীপুরের রাস্তায় আছড়ে পড়লো।
আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিয়ে প্রশাসনিক ভবনের দফতরে প্রচার অধীরের
সোমবার দুপুরে কর্মীসভা সেরে বিকেলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুইঁয়া।পুজো সেরে দলের জেলা সভাপতি অজিত মাইতি,যুব সভাপতি রমা প্রসাদ গিরি, বিধানসভা প্রচার কমিটির চেয়ারম্যান শঙ্কর মাঝি,তৃণমূল যুব শহর সভাপতি স্নেহাশীষ ভৌমিককে নিয়ে হুডখোলা জিপে বেরিয়ে পড়েন রোড শো এর জন্য।
সামনে ছিল প্রচার গাড়ি; এরপর ব্যান্ড তৃণমূলের প্রতীক সারা গায়ে আঁকা যুবক।আর ছিলেন হাজার দু’য়েক কর্মী সমর্থক। রাজাবাজার ,পঞ্চুরচক ,কর্ণেলগোলা ,মীরবাজার , মল্লিকচক ,মানিকপুর,বল্লভপুর, নতুনবাজার ,জগন্নাথমন্দির ,স্কুলবাজার , ভীমচক ,বটতলা,নান্নুরচক,কেরানিতলা , কালেক্টরেট মোড়,এলআইসি মোড়,গান্ধী স্ট্যাচু হয়ে তৃণমূল ফেডারেশন ভবনে এসে রোড শো শেষ হয়।
পথিমধ্যে কাউকে বুকে জড়িয়ে,হাত নেড়ে ,প্রণাম জানিয়ে ভোটারদের তৃণমূলের পাশে থাকার আবেদন জানান প্রার্থী।’আচ্ছে দিনের’ স্বপ্ন দেখানো মোদীকে সরাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করার আবেদন জানিয়ে প্রচারে এগিয়ে চলেন প্রার্থী ও কর্মী সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584