বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর এক দিকে যেমন ডান-বাম সব রাজনৈতিক দল নেমে পড়েছে প্রচারে এবং নিজের দলের প্রার্থীকে জেতানোর জন্য আপ্রাণ প্রয়াস চালাচ্ছে সব দলই।প্রতিদিন চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মিছিল।বাড়ি বাড়ি গিয়ে চলছে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট ভিক্ষা।ঠিক তেমনই রবিবার শিলিগুড়ি মহকুমার হাসখোয়া থেকে শুরু করে রুরাল এলাকার বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অমর সিং রাই।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব,শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতা কর্মীরা।সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমিসাধারণ মানুষের কাছে বেশ সাড়া পাচ্ছি।
আরও পড়ুনঃ নির্বাচন বিধি সচেতনতা প্রচারে অলচিকি হরফে হেডিং
আমি ১০০ % আত্মবিশ্বাসী যে দার্জিলিং লোকসভা নির্বাচনে আমি জয়ী হব।অপরদিকে এখনও পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেয়নি সেই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে মনে হয় না বিজেপি প্রার্থী দিতে পারবে। কেন এত দেরি করছে সেইটা জানিনা।তবে আমিও তৈরি আছি লড়াইয়ের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584