সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

মঙ্গলবার সপ্তদশ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ডাক্তার শরৎচন্দ্র হালদারের সমর্থনে মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুরে এক জনসভা হয়। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই,তার পাশাপাশি সিপিআইএম প্রার্থী ডাক্তার শরৎচন্দ্র হালদার কেও সেই লড়াইয়ে লড়াতে এই জনসভায় হাজির হন,প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়,বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, মহিলা নেত্রী মোনালিসা প্রমুখ।


এই জনসভার মূল শ্লোগান ছিল বিজেপি হটাও দেশ বাঁচাও – তৃণমূল হটাও রাজ্য বাচাও।
বিমান বসু বলেন, “মোদি মমতা যে চুরি ডাকাতি শুরু করেছে।এই লোকসভায় এক ঢিলে দুই পাখি মারার সময় এসেছে।”
আরও পড়ুনঃ বাম প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন ইয়েচুরি

কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গে চোরের রাজত্ব চলছে।আমরাও মানুষের পাশে ছিলাম কিন্তু চোর অপবাদ নিয়ে নয়।” তিনি মন্তব্য করলেন, “রাজ্য জুড়ে সিভিক পুলিশ নিয়োগ করলেন দিদিমণি,এখন তারা সিভিক ভলেন্টিয়ার্স।তাদের ভবিষ্যত টাই বেকার করে দিলেন এই সরকার।” এমনই বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন বাম নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584