নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এবার রাহুল গান্ধীর পরে অভিষেক ব্যানার্জিকে পাপ্পু বলে কটাক্ষ করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।তিনি শুক্রবার শেষ লগ্নের ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করেন।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় রাম মন্দিরে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে চেপে ভোট প্রচার সেরে অবশেষে চন্দ্রকোনা রোড চৌরাস্তা মোড়ে বক্তব্য রাখতে গিয়ে এমনই কটাক্ষ করেন কৈলাস বিজয়বর্গীয়।
এ দিন তিনি বলেন, “দিল্লিতে এক পাপ্পু রাহুল গান্ধী এবং পশ্চিম বাংলার আরেক পাপ্পু অভিষেক বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি না করতো তাহলে অমিতাভ বচ্চনের থেকেও ভালো তারকা হতেন বলে মন্তব্য করেন বিজয়বর্গীয়।
আরও পড়ুনঃ শেষ মূহুর্তের প্রচারে কথা দিয়েও এলেন না দেব,বিজয় উৎসব আনার প্রতিশ্রুতি প্রার্থীর
এর সাথে জয় শ্রীরাম নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি কৈলাস বিজয়বর্গীয়।তিনি বলেন, ‘বাংলায় একমাত্র জয় শ্রীরাম বললেই জেলে যেতে হয়।’তিনি আরও বলেন, “বিজেপি কখনও মুসলিম সম্প্রদায়কে বিরোধিতা করেনি,আমাদের প্রত্যেকটা দেখুন একটা পুজো পার্বনে যেমন সহযোগিতা করি তেমনি মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কখনও বিরোধিতা করা হয় না।”
এ দিন মুসলমান সম্প্রদায় মানুষকেও ভাই বলে সংবর্ধনা দেন কৈলাস বর্গীয়।তিনি জানান ২৩শে মে ভোট গণনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপড়িয়ে ফেলে দেবেন বাংলার মানুষ,রাজ্যে সিন্ডিকেট রাজ বন্ধ হবে সন্ত্রাস মুক্ত হবে,আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে আরেকবার প্রধানমন্ত্রীর সিটে বসবেন,এমনই আশা প্রকাশ করেন কৈলাস বিজয়বর্গীয়।
উল্লেখ্য গত কাল গভীর রাতে পিংলা থানা এলাকায় এক লক্ষ তেরো হাজার টাকা সহ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আটক করেছিল পিংলা থানার পুলিশ সেই ব্যাপারে কৈলাস বর্গীয় বলেন, “ভারতী ঘোষকে নানান ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে,তৃণমূল ও মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা করছি,টাকার কথা বলছেন টাকা সবার কাছে রয়েছে আগে প্রমাণ করতে হবে” – এমনই মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়।
এ বার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ত্রিশটির বেশি আসন দখল করে নেবে বিজেপি এমনটাই জানান কেন্দ্রীয় বিজেপি নেতা বিজয়বর্গীয়।এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন,ঝাড়গ্রাম লোকসভার পর্যবেক্ষক ধীমান কোলে,জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584