সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের কাঞ্চননগরে ভোট প্রচার করতে গিয়ে বর্ধমান দুর্গাপুর আসনের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী বললেন, “বিজেপি আর তৃণমূল আলাদা নয়,এক।”
মিছিল শেষে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ও প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারে তার দাবী জানান তিনি। তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “সাম্প্রদায়িক বিভাজনের খেলায় তৃনমূল ও বিজেপি পরস্পরের মধ্যে আঁতাত রয়েছে।কেন্দ্র এবং রাজ্য সরকার পরস্পরের সাথে হাত মিলিয়ে চলছে এবং সঠিক দিশা দেখাতে ব্যর্থ। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই সঠিকভাবে পূরণ হয়নি।”
আরও পড়ুনঃ জয়নগরে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল
একমাত্র বামপন্থার আদর্শকে এবারের মানুষ সম্মান জানাবেন বলে মত কর্মী সমর্থকদের।যদিও তৃণমূলের দাবি বাংলায় বেশ কয়েক জায়গায় সিপিএম বিজেপি জোট করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠন করেছে। সুতরাং কে কার সাথে আছে তা তো বোঝাই যাচ্ছে।সিপিএম এর তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, সিপিএম এবং তৃণমূল রাজ্যটিকে শেষ করেছে।একমাত্র বিজেপি পারে এ পরিস্থিত বদলাতে।রাজনৈতিক তরজা বেড়েই চলেছে রাজ্যে বিরোধী সব দল একে অপরের গায়ে কাদা ছুড়তে ব্যস্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584