নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়।তিনি তাঁর ‘নানা রঙের দিন’ নাটকে বলেছেন “শিল্প যে মানুষকে ভালোবেসেছে তার বার্ধক্য নেই”।ফলে বলা যেতেই পারে আট থেকে আশি সকলের এক ভালোবাসার জিনিস হল শিল্প।
আর এই শিল্পের মধ্যে এক অন্যতম শিল্প হলো নাট্যশিল্প।তাই এই জনপ্রিয় নাট্যশিল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক গৃহীত প্রকল্পগুলিকে নিয়ে এবার রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নেমেছেন রাজ্যের নাট্যশিল্পীরাও।
গত ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের নাট্যশিল্পী ও লোকশিল্পীদের নিয়ে যেসকল উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন তার জেরেই খুশি হয়ে লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন জেলার একাধিক নাট্যশিল্পীরা।
আরও পড়ুনঃ জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারে বিজেপি প্রার্থী অনুপম হাজরা
পূর্ব মেদিনীপুর জেলার নাট্য সংস্থা গুলোর মধ্যে অন্যতম মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থা, ইতিমধ্যে জেলার উভয় প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণ করা প্রকল্পগুলোকে নিয়ে নাটকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসেকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছে।ওদের কেউ ছাত্র,কেউ শিক্ষক,আবার কেউবা অন্যান্য পেশায় যুক্ত।কিন্তু ওদের প্রত্যেকেই অপরদিকে নাট্যচর্চার সাথে যুক্ত।ওদের মধ্যে আবার প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক গৃহীত প্রকল্পগুলির গ্রাহকও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরচিত নাটক ‘জয়তুর’ মাধ্যমে তারা এখন জেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরছেন।মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থার কর্ণধার সুরজিৎ সিনহার নেতৃত্বে হলদিয়া,তমলুক, কাঁথি,এগরা এমনকি মেদিনীপুর শহরেও এখন শিল্পকৃতির নাট্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হচ্ছে নাটক জয়তু।
দেবত্রয়ী,দীপশিখা,সুতীর্থা,বিশ্বজিৎ,মাসুম ও আরিফদের মতো নাট্যশিল্পীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের গ্রাহক।ফলে তারা এখন খুশি হয়েই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ানোর লক্ষ্য জেলার বিভিন্ন প্রান্তে চালিয়ে যাচ্ছে নাটকের মাধ্যমে ভোট প্রচার।শাসকদের হয়ে এইরূপ অভিনব প্রচারের প্রভাব ভোট বাক্সেও পড়বে বলে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584