রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
এক বছর আগের পঞ্চায়েত নির্বাচন ভয়াবহ স্মৃতি এখনও ম্লান হয়নি অনেক নির্বাচকের মন থেকে।লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই আতঙ্কের স্মৃতি ভুলে নির্ভয়ে অবাধে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে তৎপর জেলা প্রশাসন।জেলা নির্বাচন আধিকারিক জেলা পুলিশ সুপার স্বশরীরে হাজির হচ্ছেন ভোটারদের কাছে।
আর গিয়ে দেখছেন অন্য এক চিত্র,এমন অনেক ভোটার আছেন যারা জানেনই না ভোট কবে।এই চিত্র দেখেই জেলা শাসকের উদ্যোগে ভোটারদের কাছে ভোট সচেতনতার প্রচারে এক অভিনব পদ্ধতি।জেলার বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপস তৈরি করেছেন সেই ভিডিও ক্লিপস বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রচার করা হবে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের উদ্যোগে মূক-বধির ভোটারদের সচেতনতা কর্মসূচি
জেলার নির্বাচনী ম্যাসকট ‘গুটিপিসি’কে নিয়ে জেলা জুড়ে চলছে প্রচার লিফলেটে গণমাধ্যমে গুটিপিসি ভোট সচেতনতা প্রচার করছে,তার পাশাপাশি জেলার ক্রীড়া, ব্যক্তিত্ব,চিত্রশিল্পী,নতুন ভোটার,লোকসংগীত শিল্পী প্রমুখ ১১ জন স্বনামধন্য ব্যক্তিত্ত্বকে নির্বাচনী প্রচারে জেলার প্রচারক হিসাবে স্বীকৃতি দিয়ে,তাঁদেরকে নিয়ে ‘নিজের ভোট নিজে দিন,মুর্শিদাবাদকে এগিয়ে দিন’ এই স্লোগানে তৈরি হয়েছে ভিডিও ক্লিপস।এই ভিডিও ক্লিপস গ্রামে গ্রামে দেখানো হবে।
মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক,বিড়ি শ্রমিক অধ্যুষিত জেলা।সেই জেলার সব ভোটারের কাছে সর্বত্র পৌঁছাতে নির্বাচন কমিশনের আহ্বান পৌঁছে দিতে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড.পি উলাগানাথনের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
এই নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনের স্লোগান ‘নো ভোটারস্ টু বি লেফট বিহাইন্ড’,সেই নীতিকে বাস্তবায়িত করতে পূর্বে, শারীরিক প্রতিবন্ধী ভোটারদের প্রশিক্ষণ,গুটি পিসির বাণী সম্বলিত ছাপানো লিফলেট খবরের কাগজের মাধ্যমে ভোটারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া ইত্যাদি অভিনব উদ্যোগের পাশাপাশি এই নব উদ্যোগ ভোটারদের ভোটদানে আরও উৎসাহিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584