নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এবার গ্রামে হাতি ঢুকে দাপিয়ে বেড়াল গোটা গ্রাম এমনই ঘটনা ঘটল আলিপুরদুয়ারে।এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া তুরতুরির বিশ্বাস পাড়া এলাকায় বুধবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিকা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে দীর্ঘক্ষন তান্ডব চালায়।
হাতির হামলার ভয়ে ঘরবন্দি হয়ে থাকেন অনেকে।সকালে চাষাবাদের কাজ বন্ধ রাখেন কৃষকরা।পরে বেলা বাড়লে হাতিটি ফের নিজেই জঙ্গলে ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ রাতে বাড়িতে হাতির হামলা,প্রান বাঁচাতে জানলা দিয়ে লাফ
স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস জানান,” হাতি সকাল ৫ টায় আমাদের গ্রামে ঢুকে পড়ে এখন প্রায় সাড়ে সাত টা এখন যাচ্ছে জঙ্গলের দিকে। কলা গাছ খেয়ে নেয়।আজ আমি জমি তে কাজ করছিলাম হঠাৎ দেখি বিশাল হাতি,দেখে ভয়ে জমি ছেড়ে পালাই।এর ফলে আমাদের চাষ বাস করতেও প্রচুর সমস্যা হচ্ছে।” এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া তুরতুরি বিশ্বাস পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584