ঝড় বৃষ্টির রাতে গ্রামে হাতির দলের হানা

0
113

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

the elephant attack on stormy night
ক্ষতিগ্রস্থ বাড়ি । নিজস্ব চিত্র

মঙ্গল বার গভীর রাতে একদল হাতি হানা দেয় মেঘনাথ সাহা নগরের বিভিন্ন এলাকায়।প্রবল ঝড়ের মধ্যে হাতির দলটি মেঘনাথ সাহা নগরের কৃষ্ণ প্রধান,কমল দাস শর্মা প্রমুখ ব্যক্তিদের বেশ কয়েকটি সুপারি গাছ উপরে ফেলে।

the elephant attack on stormy night
কমল দাস শর্মা (গ্রামবাসী) । নিজস্ব চিত্র

কৃষ্ণ প্রধান জানান,অন্তত ৩০ থেকে ৩৫ টি হাতি ছিল দলটিতে।ঝড় বৃষ্টির মধ্যে হাতির দলটিকে তাড়ানোর সুযোগ কেও পাননি।অনেকে টের ও পায়নি বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ দলছুট হাতির আক্রমণে মৃত্যু

the elephant attack on stormy night
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্থ সুপরি গাছ। নিজস্ব চিত্র

তার পর জলদাপাড়া জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কজঙ্গলে যাওয়ার আগে কিছু দূরে কুমার প্রসাদ ঠাকুরির বাড়িতে হানা দিয়ে ঘরের বেড়া ভেঙে দিয়ে ধান খেয়ে নেয়।আবারো হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here