খাবারের খোঁজে অঙ্গনওয়ারী স্কুলে হাতির হামলা

0
34

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 elephant attack to school | newsfront.co
নিজস্ব চিত্র

পেটের টানে অঙ্গনওয়ারী স্কুলে হামলা চালাল দাঁতাল হাতি।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আঁধারনয়ন এলাকার সামারমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক দিন ধরে একটি পূর্ণবয়স্ক হাতি গোটা এলাকা জুড়ে হামলা চালিয়ে আসছে।

সোমবার ভোর নাগাদ সামারমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে ভিতরে থাকা চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনওয়াড়ীর জিনিসপত্র নষ্ট করেছে ঐ হাতি।

elephant attack to school | newsfront.co
হাতি ভাঙলো দরজার কব্জা।নিজস্ব চিত্র
elephant attack to school | newsfront.co
কৃষ্ণা রায় মুখার্জী,অঙ্গনওয়ারী শিক্ষিকা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সামনে হাতি, সাইকেল ফেলে দে ছুট, প্রাণে বাঁচল তিন যুবক

অঙ্গনওয়াড়ি শিক্ষিকা কৃষ্ণা রায় মুখার্জি বলেন, “আজ সকালে আমি আমার সহকর্মীর কাছে জানতে পারি,তারপর আমি স্কুলে এসে দেখি সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে,প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে,তবে আমি মনে করছি যেহেতু বনাঞ্চলের ভিতরে এই স্কুলটি রয়েছে সেহুতু খাবারের সন্ধানেই এদিন লন্ডভন্ড করেছে।”

অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা আকিঞ্চন নায়েক জানান পার্শ্ববর্তী গ্রামেও অনেক ক্ষয়ক্ষতি করেছে এই হাতি,যদিও এই ব্যাপারে বন দফতরের কাছে জানানো হয়েছে সেখান থেকে আশ্বাস দিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার।তবে এই ঘটনার ফলে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here