‘সুপার স্প্রেডার’ অত্যাবশকীয় পণ্য সরবরাহকারীরা

0
75

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

গোটা দেশ এইমুহূর্তে করোনার কবলে। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেরও একই অবস্থা। কিন্তু ভারতে শুধু আক্রান্ত ও মৃতের সংখ্যাই যে বাড়ছে এমনটা নয়। এ দেশে অনেক করোনা রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। তবে এহেন পরিস্থিতিতে বেশি করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারীদের মাধ্যমে। সেই কারণেই চিন্তায় মগ্ন কেন্দ্র। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারীদের মাধ্যমে ব্যাপক হারে সংক্রমণের ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। তাঁরা এই সমস্ত সংক্রমণ বাহকদের‘সুপার স্প্রেডার’ হিসেব চিহ্নিত করা হয়েছে।

Home delivery | newsfront.co
প্রতীকী চিত্র

সম্প্রতি জয়পুর পুরসভার এক সমীক্ষায় দেখা গিয়েছে, কমপক্ষে ১০ জন ফল ও সবজি বিক্রেতার দ্বারা অন্তত ১৫০ জন শহরবাসী সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত বেড়ে প্রায় ৬০ হাজার

গুজরাতে সবজি, দুধ ও মুদি দোকানিদের মাধ্যমে ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে আমেদাবাদ শহরের ৩০টি নতুন এলাকায়। একই ঘটনা ঘটেছে ওডিশাতেও। ভুবনেশ্বরে এক বিরিয়ানি ডেলিভারি বয়ের মাধ্যমে ছড়িয়েছে সংক্রমণ। যার জেরে গোটা এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের এরকম বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে এই নতুন বিপদ।

এই সমস্যার সমাধান করতে সম্প্রতি সমস্ত ফেরিওয়ালা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রেতার স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে জয়পুর প্রশাসন। দেশের এতগুলো রাজ্যে এমনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। অন্যদিকে দেশে করোনার সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here