বন্ধ স্টেশনে প্রবেশের পথ,ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ কর্ণসুবর্ণে

0
533

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

the abostan protest front of karno suborno platform
নিজস্ব চিত্র

বেশ কিছুদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসী।এদিন সকালেই অবস্থান বিক্ষোভের পথ বেছে নিল তারা।আজ সকাল থেকেই স্টেশনে ঢোকার পথ বন্ধ ও রেল ফুট ব্রিজের কাজ স্থগিত রাখা সহ বেশ কিছু দাবি সহ কর্ণসুবর্ণ স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে বসে স্থানীয়রা।

the abostan protest front of karno suborno platform
আন্দোলনকারী।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের আজিমগঞ্জ – কাটোয়া রেল শাখার কর্ণসুবর্ণ স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণের কথা ছিল কিছুদিন আগের থেকেই।বুধবার সকাল থেকেই বিক্ষোভ চলছে।আন্দোলনকারীরা জানান, “আজ সকাল থেকে বিক্ষোভে বসেছি,যদি রেল কর্তৃপক্ষ অবিলম্বে দাবি না মানে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
প্রসঙ্গত,অন্যান্য স্টেশনের মতো রেল পথ সম্প্রসারণের কাজ চলছে এই কর্ণসুবর্ণ স্টেশনেও।

the abostan protest front of karno suborno platform
নির্মীয়মান ফুট ওভারব্রিজ।নিজস্ব চিত্র
the abostan protest front of karno suborno platform
নিজস্ব চিত্র

প্ল্যাটফর্ম নতুন করে তৈরি হলেও কর্ণসুবর্ণ ২ নং প্ল্যাটফর্ম দিয়ে যাত্রীদের স্টেশন ঢোকার রাস্তা বন্ধ করে দিচ্ছে রেল কর্তৃপক্ষ।তিন চারটি গ্রামের মানুষের স্টেশনে ঢোকার পথ এই ২ নং প্ল্যাটফর্মের অস্থায়ী মাটির রাস্তা।ফলে সমস্যায় পড়তে চলেছেন চার-পাঁচটি গ্রামের বাসিন্দা ও নিত্যযাত্রী।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা বুনে বিক্ষোভ গ্রামবাসীদের

আর এই পারেই রয়েছে এলাকার একমাত্র হাসপাতাল।বাইরে থেকে রোগীরা চিকিৎসা করাতে এলে এই পথ দিয়েই হাসপাতালে যান।এমনকি এই পথটি দিয়েই স্কুল ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা নিকটবর্তী বিদ্যালয়ে যান।তাই রেলের পশ্চিম পাড়ের এই পথ সংস্কার করে স্থায়ী করাই উচিত কিন্তু তার বদলে রেল কর্তৃপক্ষের পথ বন্ধের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছিলেন এলাকার মানুষ থেকে নিত্য যাত্রীরা।

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের খবর পেতেই স্টেশন মাস্টারকে এই কথা জানান স্থানীয়রা।এরপর এই রাস্তা বন্ধের কাজ থেকে বিরত থাকতে বলে উপর মহলেও যোগাযোগ করা হয়।রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা চলে তবে কোনো ইতিবাচক ফল না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী,ছাত্ররা।

আন্দোলনকারীদের দাবি,অবিলম্বে রাস্তা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করুক রেল কর্তৃপক্ষ,পশ্চিম লুপ লাইনের ফুট ওভারব্রিজ বাড়িয়ে সেটির সাথে রাস্তা সংযোগের দাবি আন্দোলনকারীদের।মানুষের বক্তব্য, রেল পরিষেবার জন্য মানুষ নয়,মানুষের জন্য পরিষেবা।স্টেশন চত্ত্বরে মোতায়েন রয়েছে পুলিশ ও আরপিএফ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here