নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পরিবেশ বাঁচাতে পথে নামলো পড়ুয়ারা। জলসংরক্ষণ সচেতনতা,পরিবেশ দূষণ প্রতিরোধ,ডেঙ্গু সচেতনতা ও সবুজ বাঁচানোর বার্তা নিয়ে পথে নামলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পলসা চিন্তামণি স্মৃতি বিদ্যামন্দির।
সোমবার এই উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক- শিক্ষিকা,শিক্ষাকর্মীদের একটি পদযাত্রা সহ প্রচারাভিযান বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিক্রমা করে।
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে গবেষকদের বৃক্ষরোপণ করতে হবে
পরিবেশ সচেতনতা বিষয়ক হ্যান্ডবিল বিলি ও মাইক প্রচার করা হয়।পাশাপাশি অরণ্য সপ্তাহের অঙ্গ হিসাবে মেহগিনি গাছের চারা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত নন্দী,সহশিক্ষক গৌতম সাউ,মৃন্ময় মণ্ডল,প্রশান্ত সাধুখাঁ,রিপন হালদার,শিক্ষিকা রচনা ভৌমিক,অঞ্জলি সিং সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584