মুখ্যমন্ত্রীর নাম জানা নেই,ভাষণ শুনতে কলকাতার উদ্দেশ্যে প্রাক্তন বামকর্মী

0
140

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুর

বয়স প্রায় ৭০ এর কাছাকাছি।তবুও বাঁধভাঙ্গা আনন্দ এবং উচ্ছাস তাকে যেন হাতছানি দেয় সব সময়। দীর্ঘদিন বামপন্থী লড়াই এর মধ্যে থাকলেও এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞে তিনিও শামিল হতে চান।

রামদাস মুর্মু।নিজস্ব চিত্র

তাই সেই দলের একজন সৈনিক হয়ে তিনি এবার যাচ্ছেন জীবনে প্রথমবার কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে।অথচ তিনি জানেনই না রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম।আপাদমস্তক লাল পাঞ্জাবি পাজামা পরা এই ব্যক্তিকে আজ দেখা গেল কালিয়াগঞ্জ রেল স্টেশনে আর পাঁচ জনের সাথে ট্রেনে করে কলকাতায় যেতে।ট্রেনের ওঠার আগে এই প্রতিবেদক তাকে প্রশ্ন করেন তিনি কোথায় যাচ্ছেন। এর উত্তরে তার সোজাসাপ্টা জবাব ‘কেন দাদা কলকাতা যাচ্ছি তো’।

নিজস্ব চিত্র

এমন লাল ড্রেস পড়ে কেন যাচ্ছেন তারও সোজাসাপ্টা জবাবে তিনি বললেন, ‘দীর্ঘদিন বামপন্থী মানুষ আমি ছিলাম তো, তাই লালই আমার পোশাক।’ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দিকে দিকে উন্নয়ন করছেন তাতে তিনি খুবই অনুপ্রাণিত।তাই দিদির ডাকে সাড়া দিয়ে আজ তিনি যাচ্ছেন সকলের সাথে কলকাতায় জীবনে প্রথমবার।

আরও পড়ুনঃ ২১ -এর মাঠ ভরাতে ডেবরায় হাঁটলেন দেব

তার আগামী কালকের কর্মসূচিতে রয়েছে যেমন কলকাতায় ট্রামে চরা তেমনি রয়েছে চিড়িয়াখানা দেখা। পাশাপাশি সামনা সামনি দেখার ইচ্ছা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য নেতা ও মন্ত্রী বাবুদের।

তাই খুব আনন্দের সাথে তিনি যাচ্ছেন বলে জানান। তবুও তিনি জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী।হ্যাঁ এই ব্যক্তির নাম রামদাস মুর্মু,উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। যার পেশা কৃষিকাজ।যিনি ৩০-৩৫ বছর ধরে সিপিএমের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এখন তিনি করেন তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here