ভোট প্রচারকে কেন্দ্র করে বিজেপির কর্মী বৈঠকে উত্তেজনা

0
47

শ্যামল রায়,কালনাঃ

The excitement of bjp meeting
উত্তেজনা।নিজস্ব চিত্র

বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী ও জেলা সভাপতির সামনেই দলের কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কালনায়।আর এই ঘটনাকে কেন্দ্র করে কালনার নিভুজিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বেশ সরগরম পরিস্থিতি তৈরী হোলো বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ।কর্মীদের ক্ষোভ মেটাতে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ছুটে আসেন রাতের দিকে।

ক্ষোভ বিক্ষোভের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির বেশ কয়েকজন কর্মীর অভিযোগ,প্রার্থীকে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে।আমাদের এলাকাতেও প্রচার চালানো হলেও গুটিকতক মন্ডল সভাপতিরা ছাড়া অনেকেই কর্মসূচীর বিষয়ে জানতেই পারছেন না।এই বিষয়ে জেলা অবজার্ভার সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন,‘একটু উত্তেজনা ছিলো।ভোটের সময় একটু ঘটতেই পারে।প্রার্থী একজন প্রাক্তন আমলা।সাংগঠনিক বিষয়ে উনি বিশেষ একটা সড়গড় নয়।

আরও পড়ুনঃ শিলদায় পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম

উনি বেশ কিছু পরিচিত লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।উনি কি এটাও করতে পারবেন না।’যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি করেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।তিনি বলেন,‘আমার কাছে কর্মীরা আবেদন জানিয়েছেন প্রার্থী আমাদের এলাকায় প্রচার করুন।

’যদিও প্রার্থী পরেশ চন্দ্র দাস বলেন,‘কর্মীদের মধ্যে মনোমালিন্য দূর করে একসঙ্গে চলার বিষয়েই আমি বার্তা দিয়েছি আজকের কর্মী বৈঠকে।’আরও জানা গিয়েছে যে প্রার্থীর প্রচার নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে। কর্মীদের অভিযোগ যে বিজেপির একটা ভালো পরিস্থিতি রয়েছে গ্রামগঞ্জে তাই প্রার্থীকে আমাদের কথা শুনতে হবে এবং গ্রামগঞ্জের প্রচার চালাতে হবে জোরকদমে।বিজেপির দাবি আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ প্রার্থীর পক্ষে রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here