নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার বড়ডিহা গ্রামের এক গ্রামবাসীর বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। উল্লেখ্য,গতকাল নির্বাচন হওয়ার সময় থেকেই এই গ্রামে অশান্তির সূচনা হয় এবং ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দফায় দফায় হামলা চালায় দুটি রাজনৈতিক দলের সমর্থকরা।
আরও পড়ুনঃ অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভারতীর
গতকাল রাত্রে এই ঘটনার পরেই ওই গ্রামে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এবং তল্লাশি শুরু করে।সেই তল্লাশিতে স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের সমর্থকের বাড়ি থেকে কয়েকটি বোমা,বোমা তৈরির মশলা বিস্ফোরক সহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকা ও গ্রামে অশান্তি ছড়ানোর সন্দেহে কয়েকজনকে আটক করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে,প্রায় দশজন বিজেপি সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584