কুইজ কেন্দ্রের উদ্যোগে মরণোত্তর চক্ষুদান ও দেহদান অঙ্গীকার শিবির

0
57

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মরণোত্তর চক্ষুদান,অঙ্গদান ও দেহদানে অঙ্গীকার করতে এগিয়ে এলেন ১০২ জন। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং কলকাতার গণদর্পণের সহযোগিতায় রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি মরণোত্তর চক্ষুদান ,অঙ্গদান ,দেহদান শিবির।

নিজস্ব চিত্র

শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি সিএমওএইচ রবীন্দ্রনাথ প্রধান।উপস্থিত ছিলেন কলকাতার গণদর্পণের সম্পাদক শ্যামল চ্যাটার্জী,বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায়,কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তী,কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য মৌসুমী মজুমদার,বিমল কুমার দাস,দুর্গাপদ মাসান্ত,প্রসূন কুমার পড়িয়া,অমিতেশ চৌধুরী,সুভাষ জানা,স্নেহাশীষ চৌধুরী প্রমুখ।

নিজস্ব চিত্র

এই শিবিরে মোট ১০২ জন মরণোত্তর চক্ষুদান,অঙ্গদান ও দেহদানের অঙ্গীকার করেন।এই শিবিরে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিবিরের উদ্বোধন হয় চারাগাছে জল ঢেলে এবং অঙ্গীকারকারীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার মধ্য দিয়ে।

আরও পড়ুনঃ নাগরিক মঞ্চের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

মেদিনীপুর শহরের পাশাপাশি গড়বেতা,চন্দ্রকোনা,কেশপুর, নারায়নগড়,ডেবরা,খড়্গপুর থেকে এসেও অনেকেই অঙ্গীকার করে যান।পাশাপাশি মরণোত্তর চক্ষুদান,অঙ্গদান,দেহদানে অঙ্গীকার করেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা।এই ধরনের কর্মসূচি কেন্দ্রের উদ্যোগে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো,এর আগে কাঁথিতে এমন কর্মসূচি হয়েছিল বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here