নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
আজকাল প্রায় খাবার দাবার এর মতো প্রয়োজনীয় হয়ে উঠেছে মোবাইল।আর মোবাইল মানেই ফেসবুক ,হোয়াটস অ্যাপ।কিন্তু আজ সন্ধ্যের পর থেকেই শুরু হয় বিপত্তি। ‘হোয়াটস অ্যাপ’ এ ছবি ডাউনলোড করতে গিয়ে দেখা যায় তা সম্ভব হচ্ছে না।ঠিক তেমনি ছবি পাঠাতেও হচ্ছে সমস্যা।
Facebook is having technical issues. Some users are not able to see pictures in Facebook, Instagram, and Messenger. According to Downdetector problems are mainly in Europe and in the US. #facebook #down pic.twitter.com/CIHVwvKO0L
— Filip Struhárik (@filip_struharik) July 3, 2019
সব মিলিয়ে নাজেহাল অবস্থা ইউজারদের।হোয়াটস অ্যাপ দ্বারা অনেকেই ডকুমেন্ট, ছবি ভিডিও আদান প্রদান করেন।অফিসিয়ালি প্রয়োজনেও যেহেতু এটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই বেশ সমস্যায় পড়ে গোটা বিশ্বের হোয়াটস অ্যাপ ইউসাররা।এই সমস্যার পরেই লক্ষ্য করা গেল ফেসবুক এ এমনি সার্ভার ডাউন হওয়ায় সেখানেও সমস্যা হচ্ছে ।
We’re aware that some people are having trouble uploading or sending images, videos and other files on our apps. We're sorry for the trouble and are working to get things back to normal as quickly as possible. #facebookdown
— Facebook (@facebook) July 3, 2019
কোনো ডেটা ইনপুট করা সম্ভব হচ্ছে না।দীর্ঘ কয়েক ঘন্টা বন্ধ থাকায় পরিষেবা নিয়ে আবারো ক্ষোভ এর মুখে পড়তে চলেছে কোম্পানি।
তথ্য অনুযায়ী ২০১২ তে একবার এমন সমস্যার সম্মুখীন হয় ফেসবুক।যদিও তারা জানায় তখন ৭.৫ মিলিয়ন সমস্যা রিপোর্ট করা হয়।তবে এবার সমস্যা নিয়ে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের দাবি সিস্টেম কনফিগারের জন্যই এমন অবস্থা।
বুধবার সন্ধ্যায় হঠাৎ স্তব্ধ হয়ে যায় হোয়াটস অ্যাপ এর সার্ভার।জানা গেছে দক্ষিণ আমেরিকার এ সমস্যা প্রথমে দেখা দেয়।হঠাৎ করে এমন ছন্দপতনে বিপর্যয় পড়েছেন হোয়াটস অ্যাপ ও ফেসবুক ব্যবহারকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584