নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার গড়কিল্লা শুক্রবারের হাট এলাকায় আগুন লেগে ভস্মীভূত হলো একটি কারখানা। কারখানার মালিক সুনিল গুছাইতের জানান গত রাত ১২ টা পর্যন্ত কারখানায় কাজ করে সমস্ত লেবার বাড়ি গিয়েছে।
মালিক জানান, “রাতে কারখানা এলাকার থেকে ফোন আসে রাত ১:৩০ মিনিট নাগাদ কারখানায় আগুন লেগে গিয়েছে।সাথে সাথে আমরা সবাই এসে কারখানা আগুন নেভানোর চেষ্টা করি।ততক্ষনে পুরো কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে।”
কারখানা ভেতরের সমস্ত মেশিন ও মালপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।কারখানার মালিক সুনীল গুছাইতে দাবি দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ রাইস মিলে আগুন,ভস্মীভূত গোডাউন
কারণ রাত্রেবেলা জাম্পার নামিয়ে দিয়ে সবাই বাড়ি গিয়েছে শর্ট সার্কিটে আগুন লাগার কোন সম্ভাবনাই নেই।রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে এলাকায়।নীলকন্ঠা অঞ্চলের প্রধান অশোক পাইক বলেন সঠিক তদন্ত হোক পুলিশ দুষ্কৃতীদের খুঁজে বার করুক।তমলুক থানায় অভিযোগ জানিয়েছে কারখানার মালিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584